আজব কাণ্ড! একই দিনে দু’বার ভোট দিলেন বীজপুরের ভোটাররা

বারাসত: আজব কাণ্ড বললেও কম বলা হবে৷ নির্বাচনের ইতিহাসেও নজিরবিহীন ঘটনা৷ বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের ডেকে এনে দ্বিতীয় বারের জন্য ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা করালেন সেক্টর অফিসার ও প্রিসাইডিং অফিসার৷ ভোটকর্মীদের আবেদনে সারা দিয়ে দ্বিতীয় বারের জন্য ভোটের লাইনে দাঁড়ালেন বীজপুরের ১১৬ নম্বরের ভোটারদের একাংশ৷ তবে, কমিশনের আদর্শ-বিধি অনুযায়ী এই ঘটনা পুরোপুরি বেআইনি৷ জানা গিয়েছে,

আজব কাণ্ড! একই দিনে দু’বার ভোট দিলেন বীজপুরের ভোটাররা

বারাসত: আজব কাণ্ড বললেও কম বলা হবে৷ নির্বাচনের ইতিহাসেও নজিরবিহীন ঘটনা৷ বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের ডেকে এনে দ্বিতীয় বারের জন্য ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা করালেন সেক্টর অফিসার ও প্রিসাইডিং অফিসার৷ ভোটকর্মীদের আবেদনে সারা দিয়ে দ্বিতীয় বারের জন্য ভোটের লাইনে দাঁড়ালেন বীজপুরের ১১৬ নম্বরের ভোটারদের একাংশ৷ তবে, কমিশনের আদর্শ-বিধি অনুযায়ী এই ঘটনা পুরোপুরি বেআইনি৷

জানা গিয়েছে, এদিন সকালে মকপোল হওয়ার পরই ভোটগ্রহণ শুরু হয়ে যায়৷ প্রায় শ’খানিক ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন৷ ভোট শুরু দেড় ঘণ্টা পর ভোটকর্মীদের টনকনড়ে৷ মকপোল ডিলিড না করে ভোট নেওয়ার জেরে বিপত্তি দেখা দেয়৷ কিছুক্ষণ বন্ধ রাখা হয় ভোটগ্রহণ৷ ভুল হয়েছে জেনে, ভোটগ্রহণ বন্ধ রেখে ভোট এলাকা থেকে ভোটারদের বাড়ি থেকে ডেকে আনা হয়৷ ভোটারদের দ্বিতীয় বারের জন্য ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *