দক্ষিণে অস্বস্তিকর গরম, উত্তরে অবিরাম বৃষ্টি, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

তাপপ্রবাহের সর্তকতা জারি (Heatwave conditions) আগামী শুক্রবার পর্যন্ত চরম তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে বিভিন্ন রাজ্যে। ৪২ থেকে ৪৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে দিল্লি,…

weather forecasts বৃষ্টি

তাপপ্রবাহের সর্তকতা জারি (Heatwave conditions)

আগামী শুক্রবার পর্যন্ত চরম তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে বিভিন্ন রাজ্যে। ৪২ থেকে ৪৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, ঝাড়খণ্ড, ওড়িশা, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড এবং মধ্যপ্রদেশে। দক্ষিণবঙ্গে থাকবে চরম অস্বস্তি। তিন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে,  উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উপরের দিকের পাঁচ জেলা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস (North Bengal Weather Forecasts)

বুধ ও বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে৷ সঙ্গে বইবে দমকা হাওয়া৷ মৌসুমী বায়ুর অগ্রগতি নিয়ে সংশয়ে রয়েছেন আবহাওয়া বিজ্ঞানীদের মধ্যে। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা রয়েছে৷ তবে সে বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত নয় আবহাওয়া দফতর৷

দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Forecasts)

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখনও দিন কয়েক বাকি৷ তবে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। প্রাক্‌-বর্ষার বৃষ্টি নেমে মিটতে পারে দহনজ্বালা৷

 

আরও পড়ুন-

Weather Forecast: তিন জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা, উত্তরে ভারী বর্ষণ

কেন বারবার বঙ্গোপসাগরে বুকে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়? কতটা বিপদে বাংলা?

 

 Weather:  Storms and heavy rain are predicted in South Bengal amidst ongoing heatwave conditions. Residents should prepare for sudden weather changes as relief from the extreme heat approaches. Stay updated on weather forecasts for the latest information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *