কলকাতা: আজ বছরের প্রথম রবিবার৷ রবিবাসরীয় সকালে আকাশ কুয়াশায় ঢাকা থাকলেও, বেলা একটু বাড়তেই দেখা মিলেছে রোদের৷ পারদ কিছুটা নামলেও শুরু হয়নি ধুন্ধুমার ব্যাটিং৷ এর মধ্যেই আবার দেখা দিয়েছে বৃষ্টির ভ্রুকুটি৷ পশ্চিমী ঝঞ্ঝার দাপটে মঙ্গলবার থেকে ফের সঙ্গী হতে পারে ছাতা৷ এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷
আরও পড়ুন- মাত্র ৭ দিন, কোভিডে দেশের মধ্যে প্রায় শীর্ষে কলকাতা
তবে রবিবার কার্যত আকাশ পরিষ্কার থাকবে৷ রোদ ঝলমল করবে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ দিনভর কনকনে ঠাণ্ডা অনুভূত হবে। গত ২৪ ঘন্টায় রাজ্যে বৃষ্টিপাত হয়নি। রবিবার বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ থাকবে ৯৬ শতাংশ৷ সর্বনিম্ন আদ্রতা থাকবে ৪৭ শতাংশ।
আপাতত পশ্চিমী ঝঞ্ঝার কাটা নেই৷ ফলে সোমবার পর্যন্ত উত্তুরে হাওয়া ঢোকার পথে কোনও বাধা থাকবে না। সর্বত্র হিমেল আমেজ অনুভূত হবে। তবে মঙ্গলবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে উত্তর পশ্চিম ভারত থেকে। পশ্চিমী ঝঞ্ঝা এলেই বাধা পাবে শীত। ফলে পৌষে ফের অকালবৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি নতুন করে সৃষ্ট পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ও মধ্য ভারতে ফের বৃষ্টি হতে পারে। ফের বাধা পাবে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া৷
২০২১-এর ২০ ডিসেম্বর ছিল শীতলতম দিন। কলকাতার তাপমাত্রা নেমেছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে শৈত্যপ্রবাহও হয়েছে। অন্যদিকে, সমতলে রাজ্যের শীতলতম স্থান হিসাবে উঠে এসেছে নদিয়ার কল্যাণী। সেখানে তাপমাত্রা নেমেছিল ৬.১ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতনের তাপমাত্রা নেমেছিল ৭.১ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পংকেও পিছনে ফেলে দিয়েছিল দক্ষিণবঙ্গের এই দুই জায়গা। তবে শীতের এই দাপট বেশি দিন স্থায়ী হয়নি। পশ্চিমী ঝঞ্ঝার মুখে বাধা পেয়েছে৷। নতুন বছরেও চোখ রাঙাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা৷