চলন্ত ট্রেনে হকারি বন্ধের কোনও নির্দেশিকা জারি করা হয়নি, জানাল রেল

চলন্ত ট্রেনে হকারি বন্ধের কোনও নির্দেশিকা জারি করা হয়নি, জানাল রেল

হাওড়া: চলন্ত ট্রেনে হকারি বন্ধের কোনও নির্দেশিকা জারি করা হয়নি। কোভিড পরিস্থিতিতে কোভিড বিধি ও সর্তকতা অবলম্বন করে হকারি করার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী একথা জানান। তবে রেলের অবৈধ হকার ধরার ব্যাপারে আগে যেমন অভিযান চালানো হচ্ছিল তা যথারীতি চলবে।

হঠাৎ অভিযানে দেখা হবে হকাররা কতটা কোভিড বিধি মেনে চলছেন। রাজ্য সরকার লোকাল ট্রেন চালু করার নির্দেশ না দিলেও স্টাফ স্পেশালের সংখ্যা বাড়ানো হয়েছে। সেই কারণে বেড়েছে হকারের সংখ্যাও। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এদিন বলেন, ‘‘ট্রেনে হকারি বন্ধ হয়নি। হকারদের বিরুদ্ধে রেল যাত্রীদের তরফ থেকে নানা অভিযোগ আসছিল যে তাঁরা কেউ কোভিড বিধি মানছেন না। মাস্ক ব্যবহার করছেন না। দূরত্ব বিধি মানছেন না। এরজন্যই ভীড় ট্রেনে হকারদের বলা হয়েছে কোভিড প্রোটোকল মেনে চলতে। করোনার তৃতীয় ঢেউ আসবে কিনা জানা নেই, কিন্তু আমাদের তো সতর্কতা নিতে হবে।’’

ট্রেনে হকারি বন্ধ করে দেওয়া হয়েছে বলে সোস্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছে। তবে আন অথারাইজড হকারির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। যেমন ট্রেনে জায়গা জুড়ে হকারি করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। আজ থেকে ট্রেনে হকারি করা যাবে না বলে আলাদা করে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। তবে কোভিড বিধি মেনে সাবধানতা অবলম্বন করে যাত্রীদের অসুবিধা সৃষ্টি না করে হকারি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =