Aajbikel

স্টোনম্যান আতঙ্ক! দু’সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার, মাথা থেঁতলে খুন বীরভূমে

 | 
স্টোন ম্যান

কলকাতা:  বীরভূমে স্টোনম্য়ান আতঙ্ক৷ দু’সপ্তাহের মধ্যে দুটি খুন৷ একই কায়দায় পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে বীরভূমের মহম্মদবাজার এলাকায়। বুধবার সকালে মহম্মদবাজারে একটি দিঘির পাড়ে মাথা, মুখ থেঁতলানো দেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ফের স্টোনম্যানের আতঙ্ক ছড়াল৷ 

বুধবার সকালে মুরগাবনি এলাকায় যুবকের থেঁতলানো দেহ দেখে জাঁকিয়ে বসে স্টোনম্যান আতঙ্ক। মৃতদেহটি যেখান থেকে উদ্ধার হয়েছে, তার কিছুটা দূরেই রয়েছে টোলট্যাক্স৷ তার পরেই নতুন দিঘি খনন করা হয়েছে৷ সেই দিঘির পাড়েই পরেছিল দেহটি। গায়ে ছিল নীল গেঞ্জি ও জিনসের প্যান্ট। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বয়স বছর চল্লিশ হবে৷ তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি। মৃতদেহের মাথার কাছে তিনটি ভারী পাথর পড়ে থাকতে দেখা যায়। মহম্মদবাজার পুলিশের প্রাথমিক অনুমান, কোনও  ট্রাক খালাসিকে খুন করে রাস্তার ধারে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। যাতে তাঁকে চিনতে পারা না যায়, সেজন্য ভারী পাথর দিয়ে মুখ ও মাথা থেঁতলে দেওয়া হয়েছে।

Around The Web

Trending News

You May like