Aajbikel

নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি পার্থ, এর পরেও কেন সরকারি বইয়ে তাঁর নাম? প্রশ্ন বিরোধীদের

 | 
পার্থ

কলকাতা:  রাজ্যে পালাবদল ঘটিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই ইতিহাসের সরকারি পাঠ্যবইয়ে স্থান পায় সিঙ্গুর আন্দোলন। ওই অধ্যায়ে জ্বলজ্বল করছে এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের নাম। এই পরিস্থিতিতে বারবার ইতিহাসের পাঠ্য থেকে পার্থর নাম মুছে ফেলার দাবি জানিয়েছে বিরোধীরা। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী শিক্ষাবর্ষেও ইতিহাসের যে নতুন বই দেওয়া হবে, তাতে উল্লেখ থাকবে পার্থ চট্টোপাধ্যেয়ের নাম। তবে, পাঠ্যবই থেকে বাদ পড়তে চলেছে মানিক ভট্টাচার্য ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম।

আরও পড়ুন- ভাদু শেখ খুনে গ্রেফতার আরও ১, প্রায় ৮ মাস পর জালে 'মাস্টারমাইন্ড'


অষ্টম শ্রেণির সরকারি ইতিহাস বইয়ের ১৬৩ নম্বর পাতায়  সিঙ্গুর আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে এখনও পড়ানো হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থর কথা। এতকিছুর পরও কেন তাঁর নাম স্কুলের পাঠ্যে থাকবে? এ নিয়ে বার বার প্রশ্ন উঠেছে৷ তারপরেও পাঠ্য থেকে বাদ পড়েননি পার্থ৷  তবে বাদ পড়ছে, নিয়োগ দুর্নীতি মামলায় আরও দুই অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম। তাঁরা দু’জনেই আপাতত জেলবন্দি৷ সূত্রের খবর, আগামী শিক্ষাবর্ষ থেকেই আর এই দু’জনের কথা ছাত্রছাত্রীদের পড়ানো হবে না। মানিক ভট্টাচার্যের বদলে 'পর্ষদের কথা' নামক অংশে উল্লেখ করা হবে বর্তমান সভাপতি গৌতম পালের নাম৷ একইভাবে  কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জায়গায় আসছে রামানুজ গঙ্গোপাধ্যায়ের নাম। 


এ প্রসঙ্গে রাজ্য সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার বলেন, 'সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত পার্থর নাম নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বাকিদের নাম থাকছে না। পার্থর নাম পরিবর্তনের ব্যাপারে সরকারের তরফে কোনও নির্দেশ আসেনি।' অন্যদিকে, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, ‘‘নতুন এডিশনের বই-এ পার্থ চট্টোপাধ্যায়ের নাম আছে। এখন বহু ছাত্রের মনেই প্রশ্ন, পার্থ চট্টোপাধ্যায় কে। আমরা কী উত্তর দেব৷’’ তবে শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি মনে করেন, ‘‘বাকিদের মতো পার্থর নামও বাদ যেতে পারত। সিঙ্গুর আন্দোলনে তাঁর ভূমিকার কথা মনে রেখেই হয়তো রাখা হয়েছে।’’ 

Around The Web

Trending News

You May like