কৃষ্ণনগর: রাত পোহালেই নির্বাচন৷ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ ইভিএম নিয়ে বুথের দিকে রওনা হয়েছেন ভোটকর্মীরাও৷ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় এখনও আতঙ্কে কাঁপছেন ভোটকর্মীদের একাংশ৷ উদ্বেগ আরও বাড়িয়েছে অর্ণব রায়ের নিখোঁজ রহস্য৷
চারদিন পরেও খোঁজ নেই নদীয়া জেলা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্ণব রায়ের। তিনি ইভিএম ওসির দায়িত্বে ছিলেন। স্বামীর সন্ধান না পেয়ে উদ্বিগ্ন অর্ণববাবুর স্ত্রী৷ আসানসোল থেকে তাঁর বাবা হারাধন রায় ও মা সুলেখা রায় কৃষ্ণনগরে পৌঁছে গিয়েছেন৷ অনিশাদেবী সংবাদ মাধ্যমের কাছে বলেন, কেন স্বামী নিখোঁজ হলেন। প্রকৃত ঘটনা উঠে আসুক। আমার স্বামী অবসাদগ্রস্ত ছিলেন না।
বৃহস্পতিবার দুপুর থেকে জেলা প্রশাসনের ওসি ইভিএম অর্ণব রায় নিখোঁজ। তাঁর দু’টি মোবাইল এখনও বন্ধ রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেছেন তাঁর স্ত্রী অনিশা যশ। অনিশাদেবীও নদীয়া জেলাশাসকের দপ্তরে ডব্লিউবিসিএস অফিসার হিসেবে কর্মরত।
অর্ণববাবুর নিখোঁজ হওয়ার ঘটনায় আন্দোলনে নেমেছে ভোটকর্মী সমন্বয় মঞ্চ। প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে শনিবার দুপুরে আধ ঘণ্টা পথ অবরোধ করে তারা। জেলা প্রশাসনিক কর্তাদের আশ্বাসে অবরোধ ওঠে। এরপর ৪০ জন ভোটরকর্মী মিছিল করেন। আন্দোলনকারীরা বলেন, পঞ্চায়েত নির্বাচনে রায়গঞ্জে শিক্ষক রাজকুমার রায়ের মৃত্যুর ঘটনা ঘটে। তারই পুনরাবৃত্তি ঘটতে চলেছে নদীয়ায়। নির্বাচনের কাজ করতে গিয়ে আধিকারিক নিখোঁজ। আমরা প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী চাই। ভোটকর্মীদের নিরাপত্তা চাই৷