কলকাতা: আবহাওয়া দফতর একাধিকবার বৃষ্টি নিয়ে ইঙ্গিত দিয়েছে কিন্তু খুশি হতে পারেনি বাংলার মানুষ। কারণ যতই বৃষ্টির কথা বলা হোক না কেন, তাপমাত্রা বেড়েই চলেছে, আকাশ থেকে বারিধারা পড়েনি। কিন্তু এবার বৃষ্টি নিয়ে স্পষ্ট একটা আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানান হয়েছে, আগামী ৭২ ঘণ্টা বা তিনদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাবে। সেই প্রেক্ষিতে বলা যায়, আগামী বুধবার থেকে বৃষ্টি শুরু হতে পারে গোটা বাংলাতেই।
উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। শুধু দক্ষিণবঙ্গ নিয়ে অনেক প্রশ্ন সাধারণ বঙ্গবাসীর মনে আছে। হাওয়া অফিস জানিয়েছে, এখনও রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রি পর্যন্ত বেশি আছে। অন্তত শুক্রবার পর্যন্ত তাই ছিল। স্বাভাবিকভাবেই তাপপ্রবাহের পরিস্থিতি এখনও বজায় আছে। তবে আগামী সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। শেষ কয়েকদিনে একাধিকবার কলকাতাস সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা ৩২ ডিগ্রির বেশি গিয়েছে। তাই অনুমান, নাগাড়ে বৃষ্টি ছাড়া এই পরিস্থিতির বদল হওয়া সম্ভব নয়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”Biparjoy Cyclone Update | ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে ‘বিপর্যয়’ |” width=”789″>
হাওয়া মহলের ইঙ্গিত, রবিবার পর্যন্ত গরম এবং অস্বস্তি বজায় থাকবে বাংলায়। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতাও থাকতে চলেছে আগের মতো। তবে সোমবার থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমে যেতে পারে। সেই সময় থেকেই বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত এমন আবহাওয়া কেন? আবহবিদদের মতে, উত্তর পশ্চিম দিক থেকে আসা গরম হাওয়ার কারণে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের জলীয় বাষ্পও এর অন্যতম কারণ।