পুজোর মুখেই উদ্ধার প্রায় ১৬ কোটির মাদক! সফল অভিযান STF-এর

পুজোর মুখেই উদ্ধার প্রায় ১৬ কোটির মাদক! সফল অভিযান STF-এর

1d64fecd8031c0486c7f6acb5be1f491

গাইঘাটা: পুজোর আবহে বঙ্গে এখন উৎসবের আমেজ। সকলে মেতেছে পুজো আনন্দে। এই সময়ই বাংলার মাটি থেকে উদ্ধার হল প্রায় ১৬ কোটির মাদক। এই ঘটনায় গ্রেফতার দুই মহিলাসহ মোট চারজন। পঞ্চমীর দিন বনগাঁর গাইঘাটাতে এক খামারবাড়িতে অভিযান চালায় বেঙ্গল এসটিএফ। সেখান থেকেই উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ মাদক। 

সূত্র মারফত জানা গিয়েছে, গাইঘাটা থানার বিষ্ণুপুর গ্রামের এই খামারবাড়ির খোঁজ পেয়েছিল এসটিএফ। গোপনে সেখানে অভিযান চালায় তারা। সেখানে তল্লাশি চালিয়ে পাওয়া গিয়েছে এই মাদক। এসটিএফ জানতে পেরেছে, কোটি কোটি টাকার ক্রুড হেরোইন এনে এই জায়গায় মিশ্রণ ও পরিশোধন করা হত। তারপর কলকাতা, হাওড়া ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় পাঠানো হত। পোলট্রি, ছাগল ও গরুর থাকার ছাউনির আড়ালেই চলত এই মাদক কারবার। 

অভিযানে গিয়ে এসটিএফ দেখেছে, খামারবাড়ির দোতলার শোবার ঘর, বাথরুম এবং রান্নাঘরকে কার্যত হেরোইন তৈরি করার কারখানায় রূপান্তরিত করা হয়েছে। কোনও জায়গায় সাজানো রয়েছে হেরোইনের প্যাকেট, কোথাও আবার বিশেষ প্রকার লিক্যুইড মিশ্রিত হেরোইন শুকতে দেওয়া। আবার পাশের কোনও ঘরে চলে প্যাকেজিংয়ের কাজ।      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *