Aajbikel

নিষিদ্ধ বাজি সরবরাহের মূলচক্রী গ্রেফতার, সাফল্য পেল STF

 | 
গ্রেফতার

দত্তপুকুর: দত্তপুকুরে বিস্ফোরণকাণ্ডের পর চারদিন আগেই প্রথম গ্রেফতারি হয়েছে। এবার এলাকায় নিষিদ্ধ বাজি সরবরাহ র‍্যাকেটের মূলচক্রীকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতের নাম মহম্মদ নজরুল ইসলাম। কলকাতা বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে নজরুলকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই একাধিক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ বাজি এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই ঘটনাতেও ২ জন গ্রেফতার হয়। পরে এসটিএফ তদন্তভার হাতে নেওয়ার পর মূলচক্রী গ্রেফতার হল। 

গত রবিবার সকালে হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে বারাসত লাগোয়া দত্তপুকুর থানার নীলগঞ্জ ফাঁড়ির নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার মোছপোল পশ্চিমপাড়া অঞ্চল। সেই অভিঘাতে ভেঙে পড়ে একটি দোতলা বাড়ি। বিস্ফেরণের জেরে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের অন্তত ১০০টি বাড়ি৷ স্থানীয়দের দাবি, এই বাড়িতেই কেরামত এবং সামসুল হাত মিলিয়ে বেআইনিভাবে বাজি তৈরি করত। ওই বাজিই সেখানে মজুত রাখা ছিল। সেটা ফেটেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচটি নিষিদ্ধ বাজি এবং বিস্ফোরক ভর্তি ১২ চাকার লরি বাজেয়াপ্ত করা। পুলিশের অন্য টিম এই নিয়ে তদন্ত চালিয়েছিল। 

এসটিএফ তদন্ত হাতে নেওয়ার পর জানতে পারে বারাসত থানা এলাকার আক্রমপুরের বাসিন্দা মহম্মদ নজরুল ইসলামের নাম। তবে দত্তপুকুরের ঘটনার পর সে বাড়ি ছেড়ে পালিয়েছিল। যে বাজি এবং বিস্ফোরক ভর্তি ১২ চাকার লরি বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলি তারই। এরপরই এসটিএফ নজরুলকে খুঁজতে শুরু করে। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দরের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। 

Around The Web

Trending News

You May like