সৎ বাবার যৌন লালসায় গর্ভবতী মেয়ে, সব জেনেও চুপ মা

সৎ বাবার যৌন লালসায় গর্ভবতী মেয়ে, সব জেনেও চুপ মা

 

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: মেয়েকে ধর্ষণ সৎ বাবার! লাগাতার ৩ বছর ধরে ধর্ষণের অভিযোগ৷ স্বামীর কীর্তির কথা জানত স্ত্রী৷ তবুও করেনি প্রতিবাদ৷ সৎ বাবার হাতে ধর্ষিতা মেয়ে৷ দীর্ঘ ৩ বছর ধরে লাগাতার মেয়েকে ধর্ষণ করত বাবা৷ এমনই নক্কারজনক ঘটনার সাক্ষী বনগাঁর দেবগর৷ স্থানীয় সূত্রে খবর, গোটা ঘটনার কথা জেনেও প্রতিবাদ করেনি তরুণীর মা৷ কারণ প্রতিবাদ করলে তাকেও মারধর করত স্বামী৷ সেই ভয়েই দীর্ঘদিন নিজের মেয়ের ওপর হওয়া নৃশংস অত্যাচার সহ্য করেন মা৷ তবে ঘটনার কথা জানাজানি হতে উত্তেজনা ছড়ায় এলাকায়৷ ছুটে আসেন আশেপাশের মহিলারা৷

তারা জানান, অভিযুক্তের নাম খগেন অধিকারী৷ অভিযুক্ত পেশায় দিনমজুর৷ জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে চলা এই যৌন নির্যাতনে গর্ভবতীও হয়ে পড়ে ওই তরুণী৷ তবে বিষয়টি ঢাকতে তার গর্ভপাত করানো হয় তার৷ প্রতি রাতে তার মেয়েকে নিয়ে ঘরের মধ্যে ঘুমাতে যেত বাবা। অভিযুক্তের স্ত্রী অর্থাৎ মেয়েটির মা তার অপর বাচ্চাদের দিয়ে বাইরে ঘুমাতো। বিষয়টি তরুণীর মা অনেকদিন ধরে জানত বলে খবর ।কিন্তু স্বামীর অশান্তি ও বিবাদের ভয়ে সে কাউকে জানাতে সাহস পেত না। প্রতিবেশীরাও বিষয়টি এতদিন জানতে পারেনি । 

বাবার এই অত্যাচার আর সহ্য করতে না পেরে প্রতিবাদ করতে শুরু করে ওই তরুণীর৷ যার জেরে প্রায়ই সংসারে লেগে থাকত অশান্তি৷ ধীরে ধীরে তা বাড়তে থাকায় সন্দেহ হয় পাড়া প্রতিবেশীদের । তারা খোঁজ খবর করতেই বিষয়টি সামনে উঠে আসে। সোমবার রাতে নির্যাতিতা তরুণী নিজেই বনগাঁ থানার দারস্ত হয় । ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eleven =