Aajbikel

অনৈতিক শিক্ষক বদলির বিরুদ্ধে বিকাশ ভবনে বিক্ষোভ-ডেপুটেশন, সরব STEA

 | 
STEA

কলকাতা: অনৈতিকভাবে যত্রতত্র শিক্ষক বদলির প্রতিবাদে এবং সকল শূন্য পদে স্বচ্ছ ভাবে শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগের দাবিতে আজ দুপুরে বিকাশ ভবনে বিক্ষোভ মিছিল করে ডেপুটেশন জমা দিল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি তথা এসটিইএ। আজ সল্টলেক করুণাময়ীতে জমায়েত হয়ে শিক্ষা দফতরের কমিশনার অফ স্কুল এডুকেশনের ডেপুটেশনে নেতৃত্ব দেন তপন দাস, বিশ্বজিৎ মিত্র, শম্ভু মান্না, গিরিজা শংকর রায়। অন্যদিকে, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিের কাছে ডেপুটেশনের নেতৃত্ব দেন তপন কুমার জানা কুমুদ, রঞ্জন দাস, অনিমেষ হালদার, অর্পিতা সবুই। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের নিকট ডেপুটেশনে নেতৃত্ব দেন নীলকান্ত ঘোষ, আনন্দময় বসু, শম্পা সরকার, অরূপ কুমার মণ্ডল সহ প্রমূখ।  

সংগঠনের বক্তব্য, সম্প্রতি রাজ্য সরকার ৬০৫ জনকে কলকাতা ও আশেপাশের স্কুল থেকে দূরে বদলি করার নির্দেশ দিয়েছে। এরকম আরও হাজার হাজার শিক্ষকদের বদলির নির্দেশ নির্দেশ জারি হতে পারে। তাঁদের দাবি, কোনও নিয়ম না মেনেই এই বদলির ফরমান দেওয়া হয়েছে। তারা এও অভিযোগ করেছে, বহু শিক্ষক সম্প্রতি উৎসশ্রী পোর্টালের মাধ্যমে দীর্ঘদিন বাদে বাড়ির কাছাকাছি স্কুলে নিযুক্ত হয়েছেন। অথচ তাদেরকেও ১৫০ থেকে ২০০ কিলোমিটার দূরবর্তী স্কুলে বদলি দেওয়া হচ্ছে। এমনকি মেডিক্যাল গ্রাউন্ডে ট্রান্সফার পাওয়ার শিক্ষককেও একইভাবে বদলি করা হচ্ছে। এরই প্রতিবাদে আজ এই বিক্ষোভ এবং ডেপুটেশন জমা। 

সংগঠনের সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ জানান, করুণাময়ী চত্বরে বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। তারপর তারা পথের ধারে বসেই সভা করেন। তাঁর বক্তব্য, দীর্ঘ সাত বছর বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ প্রায় নেই বললেই চলে। ফলে রাজ্যজুড়ে শিক্ষকের আকালে সাধারণ শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত। বর্তমানে বদলি করার আগে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা দরকার ছিল। কিন্তু উল্টে শিক্ষকদের অনৈতিকভাবে বদলি করে হয়রানি করা হচ্ছে।

Around The Web

Trending News

You May like