Aajbikel

অনৈতিক বদলি ইস্যুতে সুপ্রিম কোর্টে STEA, 'স্পেশাল লিভ পিটিশন' স্বীকৃত

 | 
STEA

কলকাতা: বুধবার শিক্ষক-শিক্ষিকাদের প্রশাসনিক বদলি ইস্যুতে সুপ্রিম কোর্টে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি বা STEA-এর তরফে স্পেশাল লিভ পিটিশন মামলা দাখিল করা হয়েছে। সংগঠনের পক্ষে জোরালো সওয়াল করলেন দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রহতগী। সঙ্গে ছিলেন প্রতীক ধর, শারদ সিংঘানিয়া সহ আরও অনেক আইনজীবী। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে আজ কেউই উপস্থিত ছিল না। 

এদিন সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এই ইস্যুতে কঠিনতম বাধা আজ অতিক্রম করা হয়েছে। সমিতির দাখিল করা স্পেশাল লিভ পিটিশন স্বীকৃত হয়েছে। সরকার পক্ষের চার কর্তৃপক্ষকে নোটিশ সার্ভ করতে নির্দেশও দেন বিচারপতিদ্বয়। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৯ অক্টোবর। ততদিন পর্যন্ত বদলি প্রক্রিয়া স্থগিত থাকবে বলেই জানিয়েছে আদালত। সমিতির তরফে সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন বুধবার। 

অনৈতিক বদলি রুখতে রাজ্যের শিক্ষা দফতরের সিদ্ধান্তের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়ার কথা আগেই ভেবেছিল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি বা STEA। তারা শীঘ্রই সুপ্রিম কোর্টে 'স্পেশ্যাল লিভ পিটিশন' দায়ের করবে, এই কথাও জানিয়েছিল। আজ তা সম্পন্ন হয়েছে। সংগঠনের বক্তব্য, 10C সংক্রান্ত ডিভিশন বেঞ্চের সাম্প্রতিক যে রায় তাকেই চ্যালেঞ্জ করেছেন তারা। রাজ্য শিক্ষা দফতরের সিদ্ধান্তের কারণে ভুক্তভোগী শিক্ষক-শিক্ষিকাগণ সীমাহীন মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন বলে দাবি তাদের। একই সঙ্গে তাঁদের ক্ষোভ না আছে নতুন নিয়োগ, না আছে কোনও দূরদর্শিতা। 

Around The Web

Trending News

You May like