কেন্দ্রের তরফে আরও তিনটি পুরস্কার, বাংলার মুকুটে নয়া পালক

কেন্দ্রের তরফে আরও তিনটি পুরস্কার, বাংলার মুকুটে নয়া পালক

কলকাতা: ফের কেন্দ্রীয় সরকার পুরস্কৃত করল রাজ্য সরকারকে। এর আগে একাধিকবার ‘স্কচ অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলা। এবার কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের থেকে আরও তিনটি পুরস্কার পেল ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প। পুরস্কার দেওয়া হল রাজ্যের ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমকে। জানা গিয়েছে, রাজ্য পিএসইউ লিডারশিপ অ্যাওয়ার্ড, ইমার্জিং টেকনোলজি এবং নেশন বিল্ডিং এই তিনটি ক্যাটেগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। 

আরও পড়ুন- নওশাদ ঘনিষ্ঠের চেন্নাইয়ের বাড়িতে তল্লাশি পুলিশের, রক্ষাকবচ দিল হাইকোর্ট

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র এই পুরস্কার তুলে দিয়েছেন। দিল্লিতে গিয়ে এই পুরস্কার নিয়ে এসেছেন ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর নিখিল নির্মল। WBSIDCL-এর তরফে জানানো হয়েছে, বাংলার ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের ব্যাপক উন্নয়নের পরিপ্রেক্ষিতে এই পুরস্কার দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ১৯৬১ সালে এই নিগম তৈরি হয়েছিল রাজ্যের কর্মসংস্থানের ক্ষেত্রকে বাড়ানোর জন্য। কম মূলধনে এক্ষেত্রে ব্যবসা শুরু করা যায় এবং রাজ্য সরকার সব রকম ভাবে সাহায্য করে।