এবার হাসপাতাল ভাড়া দেবে রাজ্য! স্বাস্থ্যে আসছে বেসরকারি বিনিয়োগ!

এবার হাসপাতাল ভাড়া দেবে রাজ্য! স্বাস্থ্যে আসছে বেসরকারি বিনিয়োগ!

কলকাতা: অর্থনীতির হাল ফেরাতে বেসরকারি বিনিয়োগের পথে ছুটতে শুরু করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার৷ তা নিয়ে গোটা দেশজুড়ে কম বিতর্ক হয়নি৷ এবার বাংলার স্বাস্থ্যক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ বাড়ানো পক্ষে রাজ্য৷ এক ঢিলে দুই পাখি মারার কৌশল নিয়ে এগোতে চলেছে রাজ্য! তাতে একদিকে যেমন চিকিৎসকের সঙ্কট মেটানোর চেষ্টা, অন্যদিকে স্বাস্থ্যক্ষেত্রেও বেসরকারি বিনিয়োগ বাড়িয়ে তোলার কৌশল নিতে চলেছে রাজ্য৷

মূলত, এই দুই লক্ষ্য পূরণে বেসরকারি মেডিক্যাল কলেজ তৈরি করতে আগ্রহী সংস্থাগুলিকে সরকারি হাসপাতাল ভাড়া দিতে চায় সরকার৷ তাতে যেমন অর্থের সংস্থান বাড়বে, তেমন পূরণ হতে পারে চিকিৎসক অভাব৷বাংলার প্রথম শ্রেণির সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, নয়া এই ব্যববস্থায় নির্ধারিত অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য সরকারি হাসপাতাল ব্যবহারে ছাড়পত্র পেতে পারে বেসরকারি মেডিক্যাল কলেজগুলি৷ তবে, গোটা বিষয়টি এখনও সরকারি ভাবে প্রকাশ্যে না এলেও নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে স্বাস্থ্য দফতরের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত হয়েছে প্রতিবেদন৷

দেশের মেডিক্যাল শিক্ষার সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা ন্যাশনাল মেডিক্যাল কমিশন৷ এনএমসির গাইডলাইন মেনে আগামী শিক্ষাবর্ষ ২০২১-২০২২ এর জন্য এই নীতি নেওয়া হতে পারে বলে খবর৷ সরকারের শীর্ষ মহলে চূড়ান্ত ছাড়পত্রের পর তা দিনের আলো দেখতে পারে৷ গোটা বিষয়টি এখন আলোচনার স্তরে রয়েছে৷ দীর্ঘ আলোচনার পর বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে খবর৷ বিষয়টি খতিয়ে দেখতে কমিটিও গঠিত হয়েছে বলে খবর৷ ভাড়া কত হবে, তা ঠিক করবে ওই বিশেষ কমিটি৷

একাধিক বেসরকারি সংস্থা রাজ্যে মেডিক্যাল কলেজ চালু করতে ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে৷ মেডিক্যাল কলেজ চালু করতে গেলে ৩০০ বা তার বেশি শয্যার হাসপাতাল থাকতে হবে৷ সমস্যা হয়ে দাঁড়াচ্ছে পরিকাঠামো৷ ফলে, বেসরকারি সংস্থাগুলি মেডিক্যাল কলেজ চালু করতে পারছে না৷ হাতছাড়া হচ্ছে বহু প্রস্তাব ও সুযোগ৷ ফলে, বেসরকারি মেডিক্যাল কলেজগুলির সমস্যা মেটাতে এই উদ্যোগ নেওয়া হতে পারে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + sixteen =