কলকাতা: বাংলা জুড়ে এখন খুশির হাওয়া৷ পুজোর আনন্দে মাতোয়ারা গোটা রাজ্য৷ এরই মাঝে বহু মানুষের ঘরে বাজছে বিষাদের সুর৷ কারণ বহু মানুষ কাজ হারিয়ে বেকার৷ সেই সকল মানুষের মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিল রাজ্য সরকার৷ পুজোর ছুটির আগে রাজ্যের ২৭ হাজার কর্মহীন শ্রমিকের জন্য ৬ হাজার টাকা ভাতা মঞ্জুর করল রাজ্য৷
আরও পড়ুন- শাহরুখের পাশে মমতা নেই কেন? প্রশ্ন তুলে রিয়ার প্রসঙ্গও টানলেন অধীর
জানা গিয়েছে, পুজোর ছুটি শুরুর আগেই গত শুক্রবার শ্রম দফতরের আধিকারিকরা কর্মহীন শ্রমিকদের বকেয়া মেটানোর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেন৷ এই প্রকল্পে ছাড়পত্র দেয় নবান্ন৷ এই প্রকল্পের জন্য ১২ কোটি টাকা বরাদ্দ করেছএ রাজ্য সরকার। শুক্রবারই এই ভাতার টাকা কর্মহীন শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে৷
বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মোট ১৭৫টি বন্ধ কারখানা রয়েছে৷ সেখানে কর্মহীনের শ্রমিকের সংখ্যা প্রায় সাড়ে ২৭ হাজার। সেই সব কর্মহীন শ্রমিকরা সরকারের কাছে ভাতার জন্য আবেদন জানান। গত তিন মাসের ভাতা বকেয়া ছিল তাঁদের৷ সেই বকেয়া বরাদ্দের পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশে ফি বছরের মতো এ বছরেও উৎসব ভাতা হিসেবে প্রত্যেককে এক মাসের বাড়তি অর্থ দেওয়া হয়। অক্টোবরের মধ্যেই তাঁদের সকলের অ্যাকাউন্টে সব মিলিয়ে ছয় হাজার টাকা করে ঢুকে যাবে বলে শ্রম দফতরের তরফে জানানো হয়েছে৷