৩ IPS-কে ডেপুটেশন: সংঘাত বাড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য

৩ IPS-কে ডেপুটেশন: সংঘাত বাড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য

কলকাতা: আইপিএসডেপুটেশনকে কেন্দ্র করে চরমে কেন্দ্র-রাজ্য তরজা৷ নবান্নের আপত্তি উড়িয়ে তিন আইপিএস অফিসারকে নয়া পোস্টিং দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ এর বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আইপিএস ডেপুটেশন নিয়ে শুরু হওয়া এই সংঘাত এবার গড়াল সুপ্রিম কোর্টের দরজায়৷ কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ এখন সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করে কিনা সেটাই দেখার বিষয়৷ এক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করলে আদালতের রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে৷ এমনকী ভবিষ্যতে একই সমস্যা দেখা দিলে সুপ্রিম কোর্টের এই রায়কেই নজির হিসাবে দেখা হবে বলেও ওয়াকিবহাল মহলের অভিমত৷ 

আরও পড়ুন- পরীক্ষাসূচি জানতে চেয়ে স্কুল শিক্ষা দফতরকে চিঠি রাজ্য নির্বাচন কমিশনের

প্রসঙ্গত, এই সংঘাতের সূত্রপাত ডিআইজি ( প্রেসিডেন্সি রেঞ্জ) প্রবীণ ত্রিপাঠি, দক্ষিণবঙ্গের এডিজি (দক্ষিণবঙ্গ) রাজীব মিশ্র এবং ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডের বদলিকে কেন্দ্র করে৷ প্রবীণ ত্রিপাঠিকে পাঠানো হয়েছে এসএসবি (SSB)- তে ৷ রাজীব মিশ্রকে পাঠানো হয়েছে আইটিবিপি (ITBP) এবং ভোলানাথ পাণ্ডেকে পাঠানো হয়েছে কেবিপিআরডি (KBPRD)- তে৷ আইপিএস অফিসারদের বদলি নিয়ে সংঘাতের সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ আসার পরেই সম্মুখ সমরে নামে কেন্দ্র-রাজ্য৷ 

আরও পড়ুন- বাংলার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ, কেন্দ্রের সঙ্গে বৈঠকে রাজি রাজ্য

কেন্দ্রের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কথায়, এই ঘটনা ‘ক্ষমতার চূড়ান্ত আস্ফালন’ ছাড়া আর কিছুই নয়৷ এই সিদ্ধান্ত ‘১৯৫৪ আইপিএস ক্যডার রুলের পরিপন্থী’৷ অন্যদিকে, এই বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কেন্দ্রীয় সরকারের রয়েছে বলে সুর চড়ান কৈলাস বিজয়বর্গীয়৷ তাঁর কথায়, যাঁরা ভারত সরকারের হয়ে কাজ করছে তাঁদের বদলির অধিকার কেন্দ্রের রয়েছে৷ অথচ এই তিন আইপিএস অফিসারকে ছাড়া যাবে না বলে পাল্টা সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার ফের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে চিঠি পাঠানো হয় রাজ্যকে৷ অবিলম্বে এই তিন আইপিএস অফিসারকে ছাড়তে হবে এবং তাঁরা যেন দ্রুত দিল্লিতে গিয়ে হাজিরা দেন, সে কথা উল্লখ করা হয়েছে৷  প্রসঙ্গত, ডেপুটেশন ইস্যুতে এই সংঘাতের মধ্যেই আজ বিকেলে ফের রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের ডিজি-কে তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =