Aajbikel

ঘরের দুয়ারে পৌঁছে যাবে ব্যাঙ্ক! পরিষেবা চালুর উদ্যোগ রাজ্যের

 | 
টাকা

কলকাতা: শহরের মানুষকে নিয়ে তুলনামূলক সমস্যা না থাকলেও গ্রাম বা প্রান্তিক এলাকার মানুষকে নিয়ে ব্যাঙ্কিং ক্ষেত্রে সমস্যা হয়। তাই রাজ্যের পঞ্চায়েত দফতর এই ইস্যুতে নয়া পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছে। এমন কাজের কথা ভাবা হয়েছে যাতে মানুষের ঘরের দুয়ারে পৌঁছে যেতে পারে ব্যাঙ্কিং পরিষেবা। এই কারণে রাজ্যের প্রায় তিন হাজার গ্রাম পঞ্চায়েত এলাকায় ‘দুয়ারে ব্যাঙ্কিং’ পরিষেবা চালু করতে উদ্যোগ নিয়েছে তারা। জুন মাস থেকেই যাতে এই পরিষেবা চালু করা যেতে পারে সেই দিকে এগোনো হচ্ছে। 

জানা গিয়েছে, প্রত্যন্ত এলাকার মানুষ যে ঠিক মতো ব্যাঙ্কিং পরিষেবা পাচ্ছেন না তা বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। সেই সমস্যা দূর করতেই এই উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত দফতর। সূত্রের খবর, এই কাজের জন্য নিযুক্ত করা হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। ইতিমধ্যে তাঁদের চিহ্নিত করার কাজ শুরু হয়ে গিয়েছে। এরাই নির্দিষ্ট ব্যাঙ্কের হয়ে গ্রামে গ্রামে ঘুরে আর্থিক লেনদেনের কাজ করবেন। এদেরকে মূলত বলা হবে, বিজনেস করেসপন্ডেন্স সখী এবং ডিজি পে সখী। এরাই কোনও একটি ব্যাঙ্কের এজেন্ট হবেন। তাঁরা গ্রামে কাউন্টার খুলে গ্রাহকদের টাকা তোলা ও জমা দেওয়ার কাজ করতে সাহায্য করবেন। 

আপাতত এও জানা যাচ্ছে, নিজেদের কাজের বিনিময় নির্দিষ্ট কমিশন পাবেন তারা। অন্যদিকে প্রতিদিন কত গ্রাহক টাকা তারা তুলছেন বা জমা করছেন, তার তথ্য কেন্দ্রীয় পোর্টালে উঠে যাবে। ফলে তারাও সেটা নজরে রাখতে পারবে। এই মুহূর্তে, দু’টি পদে ১ হাজার ৪০০ করে মোট ২ হাজার ৮০০ জন মহিলাকে নিযুক্ত করা হবে যারা পর্যাপ্ত প্রশিক্ষণ পাবেন বিশেষজ্ঞদের কাজ থেকে। 

Around The Web

Trending News

You May like