১০০ দিনের বকেয়া মামলায় কেন্দ্রের ঘাড়ে দোষ চাপালো রাজ্য! হাইকোর্টে প্রশ্নবাণ

১০০ দিনের বকেয়া মামলায় কেন্দ্রের ঘাড়ে দোষ চাপালো রাজ্য! হাইকোর্টে প্রশ্নবাণ

81f183dd4c5a1235dd697187852e455f

কলকাতা: আমি ভুল করতেই পারি, অন্যজন দেখেনি কেন? কলকাতা হাইকোর্টে ১০০ দিনের কাজের বকেয়া সংক্রান্ত মামলায় কার্যত এমনই মনোভাব দেখাল রাজ্য সরকার। তারা স্পষ্টত দোষ চাপালো কেন্দ্রের ঘাড়ে। ভুল হয়েছে এমনটা প্রায় মেনে নিলেও, কেন্দ্রকে একহাত নিতে ছাড়ল না রাজ্য। এই ইস্যুতে আদালত অবশ্য কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের হলফনামা চেয়েছে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।

মঙ্গলবার ১০০ দিনের কাজের বকেয়া টাকা সংক্রান্ত দু’টি জনস্বার্থ মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। দু’টি জনস্বার্থ মামলার বিষয় ভিন্ন হলেও মামলা দুটি ওঠে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। একটি জনস্বার্থ মামলা করেছিলেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যার অভিযোগ ছিল দুর্নীতির। অন্য মামলাটি করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি, যাদের দাবি ছিল পাওনা নিয়ে। এই মামলার শুনানিতে রাজ্যের তরফে বলা হয়, ছোট খাট ভুল সব রাজ্যেই হয়, বাংলাতেও হতে পারে। কিন্তু কেন্দ্র কী করছিল? কেন রাজ্যের রিপোর্ট পাওয়ার পরেও তারা গত এক বছর ধরে কিছু করেনি? প্রশ্ন তুলে রাজ্যের বক্তব্য, তারা শুধু চায়, বঞ্চিতদের ১০০ দিনের কাজের বকেয়া টাকা পাইয়ে দিতে। 

কেন্দ্রীয় সরকারের তরফে অবশ্য বলা হয়েছে, ১০০ দিনের কাজে অনেক অনিয়ম এবং দুর্নীতি হয়েছে। এ ব্যাপারে রাজ্যের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হলেও তা তারা জমা দেয়নি। তাই টাকা বন্ধ করা হয়েছে। যদিও রাজ্যের আইনজীবী এর বিরোধিতা করে বলেন, গত এক বছর ধরে কেন্দ্রের কাছে ওই রিপোর্ট দেওয়া আছে। রিপোর্ট নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি কেন, তা জানতে চেয়েছে আদালত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *