খরচ কমাতে রাস্তার জন্য বরাদ্দ বাজেটের প্রায় ৬০ শতাংশ কাটছাঁট, তীব্র সমালোচনা বিরোধীদের

খরচ কমাতে রাস্তার জন্য বরাদ্দ বাজেটের প্রায় ৬০ শতাংশ কাটছাঁট, তীব্র সমালোচনা বিরোধীদের

কলকাতা:  বিভিন্ন প্রকল্পে রাজ্যের খরচ বেড়েছে বহুগুণ৷ এই অবস্থায় খরচ কমানোর পথে হাঁটত চলেছে রাজ সরকার৷ রাস্তার জন্য বরাদ্দ বাজেটে এবার কাঁটছাট৷  বরাদ্দ বাজেটের প্রায় ৬০ শতাংশ খরচ কমাতে বলে বিজ্ঞপ্তি জারি করল পূর্ত দফতরের রাস্তা বিভাগ। সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করল বিরোধীরা৷

আরও পড়ুন- ভোজ্য তেলে ভেজাল আটকাতে বড় উদ্যোগ রাজ্যের

বর্তমানে রাজ্যের অন্যতম বৃহৎ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার৷ দুয়ারে সরকার ক্যাম্পে উপচে পড়েছে ভিড়৷ এই প্রকল্পের মাধ্যমে বাড়ির মহিলাদের হাতে টাকা পৌঁছে দিতে চাইছে রাজ্য সরকার৷ আর তাতেই টান পড়েছে ভাঁড়ারে৷ তাই বাজেটে কাঁটছাট করার পথে হাঁটতে চাইছে রাজ্য৷ পূর্ত দফতরের বিজ্ঞপ্তিতে সেই ইঙ্গিত স্পষ্ট৷ ২০২১-২২ অর্থবর্ষের বাজেটে বরাদ্দ অর্থের প্রায় ৬০ শতাংশ খরচ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত,  চলতি অর্থবর্ষে রাজ্যে রাস্তার জন্য বরাদ্দ হয়েছিল ৪ হাজার ৬১৮ কোটি টাকা৷ যা কমে দাঁড়াল ২ হাজার ৭৫০ কোটি টাকা৷ তাই এখনই নতুন রাস্তা বা সেতু নির্মাণের পথে হাঁটতে চাইছে না রাজ্য৷ বরং সংস্কারেই জোড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ 

রাজ্যের তিনটি জোনে কোথায় কী বরাদ্দ কমানো হবে, সেই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে৷ দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মলয় ঘটককে বলেছিলেন, খরচ কমাতে হবে৷ তবে অন্যান্যদের বলেছিলেন, কাজ চালিয়ে যাও৷ এ প্রসঙ্গে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, প্রকল্পের ভিত্তিতে যে সকল জায়গায় বরাদ্দ টাকা খরচ করতে পারছে না, সেখান থেকে টাকা তুলে নেওয়া যেতেই পারে৷ এটা স্বাভাবিক৷ তবে মন্ত্রী যাই বলুন না কেন, বরাদ্দ কমানোর বিষয়টি ভালো চোখে দেখছে না বিরোধীরা৷ শমীক ভট্টাচার্য বলেন, সরকারের টাকায় বহু পরিকল্পনা বাস্তবায়িত করা যাচ্ছে না৷ এটা খেলা মেলার সরকার, উন্নয়নের টাকা নেই। কাজের টাকা নেই। 

আরও পড়ুন- আক্রমণের ঝাঁঝ বাড়াতে ফের ত্রিপুরা সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আবার বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গে লুটের রাজত্ব চলছে। এরা ৫০০-১০০০ টাকা দিচ্ছে৷ একে খরচ কমিয়ে দেওয়া হল, তার উপর তোলাবাজি চলবে৷ এটা ওটা দিয়ে ভোট পাওয়ার চেষ্টা৷ এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলছেন, ‘১৬ অগাস্টের পর থেকে দুয়ারে সরকারে ৩ কোটির বেশি মানুষ নাম লিখিয়েছেন৷ আমি রাজ্য সরকারের কর্মী আধিকারিকদের শুভেচ্ছা জানাচ্ছি৷ ক্যাম্পে আসার জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ জানাই৷’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =