রাজ্যের প্রকল্পে ১৪ শতাংশ কমেছে বিপর্যয়, টুইট মমতার

কলকাতা: মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর জেরে কলকাতা তথা বাংলাজুড়ে উল্লেখযোগ্যভাবে কমেছে পথ দুর্ঘটনার সংখ্যা। 48th National Safety Week begins today. In #Bangla, our #SafeDriveSaveLife campaign has been effective and successful in reducing the number of road accidents in #Kolkata by 12% in 2018, and by 14% in other areas of the State,

2c43a744304a9490c5915f8ee973cc41

রাজ্যের প্রকল্পে ১৪ শতাংশ কমেছে বিপর্যয়, টুইট মমতার

কলকাতা: মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর জেরে কলকাতা তথা বাংলাজুড়ে উল্লেখযোগ্যভাবে কমেছে পথ দুর্ঘটনার সংখ্যা।

এদিন জাতীয় সুরক্ষা সপ্তাহ শুরু উপলক্ষে নিজেই একথা ট্যুইট করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ট্যুইট, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারাভিযানের ফলে ২০১৮ সালে কলকাতায় পথ দুর্ঘটনা ১২ শতাংশ কমেছে। রাজ্যের বাকি অংশে কমেছে ১৪ শতাংশ।’ পথ দুর্ঘটনায় রাশ টানতে ও পথচারিদের সচেতন করতে ২০১৬ সালে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রচার শুরু করেছিল রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *