কর্মচারীদের বকেয়া মেটাতে ১০২২ কোটির ঋণ নিল রাজ্য বিদ্যুৎ পর্ষদ

কর্মচারীদের বকেয়া মেটাতে ১০২২ কোটির ঋণ নিল রাজ্য বিদ্যুৎ পর্ষদ

 
কলকাতা: লকডাউনে বন্ধ বিদ্যুৎ বিল আদায়। কমেছে আয়। অন্যদিকে আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য বিদ্যুৎ পর্ষদ। পথ না পেয়ে, কেন্দ্রের কাছে ১০২২ কোটি টাকা ঋণ নিল রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা।
কিছুদিন আগেই কেন্দ্রের তরফে বিদ্যুৎ সংস্থাদের জন্য ৯০,০০০ কোটি টাকার বিশেষ ঋণের ঘোষণা করা হয়েছিল। এই ঋণের আওতায়ই পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থা ১০ বছরের মেয়াদে ১০২২ কোটি টাকার ঋণ নিয়েছে। লকডাউনে বিদ্যুৎ বিল আদায় বন্ধ ছিল রাজ্যের। তার ওপর কয়েকদিন আগেই কর্মীদের নয়া বেতন কাঠামো নিয়ে আসা হয়েছে। ফলে আয় কমলেও খরচের গ্রাফ উঠেছে ওপরে।

বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্র ছাড়াও এনটিপিসি, এনএইচপিসি প্রভৃতি সংস্থার থেকে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাকে বিদ্যুৎ কিনতে হয়। সেখানে এপ্রিল-মে মাসে বিল আদায়ের পরিমাণ ছিল ২১০০ কোটি থেকে ২৩০০ কোটি টাকার মতো। তাই খরচ সামলানো যাচ্ছিল না। মূলত বিদ্যুৎ ক্রয়ের সংস্থাগুলির পাওনা টাকা মেটাতেই এই ঋণ নিতে বাধ্য হয়েছে বিদ্যুৎ বণ্টন সংস্থা।

সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, জুন মাসে বণ্টন সংস্থাগুলির কাছ থেকে বিদ্যুৎ উৎপাদক সংস্থাগুলির বকেয়া পাওনা বেড়েছে অনেকটাই। গত বছরের এই অঙ্ক ৪৭ শতাংশ বেড়ে গিয়ে প্রায় ১.৩৩ লক্ষ টাকা হয়ে গিয়েছে। ফলে সংকটে পড়েছে বিদ্যুৎ উৎপাদক সংস্থাগুলিও। মে মাসে বকেয়ার পরিমাণ ১,২৬,৯৬৩ কোটি টাকা ছিল, তার সঙ্গে জুন মাসে যোগ হয়েছে আরও ৯০,৬৫৫ কোটি টাকা। কর্মীদের বেতন সামলে বন্টন সংস্থাকে তাই ঋণের সিদ্ধান্ত নিতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *