রাজ্য পুলিশ দিয়েই পুরভোট! চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে সোমবার

রাজ্য পুলিশ দিয়েই পুরভোট! চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে সোমবার

কলকাতা: আর মাত্র কয়েকটা দিন তারপরই কলকাতায় পুরভোট সংগঠিত হতে চলেছে। ভারতীয় জনতা পার্টি প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি তুলে ছিল এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ও কার্যত সেই সুরে সুর মিলিয়ে কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলেন। কিন্তু আপাতত যা খবর তাতে রাজ্য পুলিশ দিয়েই ভোট করাতে চলেছে নির্বাচন কমিশন। এই মুহূর্ত পর্যন্ত তাদের ভাবনায় সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী নেই। যদিও এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার হতে পারে বলে কমিশন সূত্রে খবর।

প্রাথমিকভাবে শুধুমাত্র কলকাতার পুরভোট নিয়ে বিরোধিতা করেছিল বিজেপি। তাদের দাবি ছিল সব জায়গায় একসঙ্গে ভোট এবং গণনা করতে হবে। কিন্তু তাদের দাবি মানা হয়নি এবং এখন এই নিয়ে আদালতে মামলা চলছে। মামলার শুনানির মাঝেই কমিশন শুধুমাত্র কলকাতার ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেয়। এদিকে পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা করেছে বিজেপি। তাই এখন ভোটে রাজ্য পুলিশ থাকবে না কেন্দ্র বাহিনী, সেটা এখনও স্পষ্ট করে বলা যাবে না। যদিও শুক্রবার কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার রাজ্য নির্বাচন কমিশনে এসে দেখা করেন এবং সেখানে পুরভোট নিরাপত্তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী সোমবার এই বিষয় নিয়ে তারা আরও এক প্রস্ত বৈঠক করতে চলেছে বলেও সূত্রের খবর।

পুরভোট নিয়ে প্রথম থেকেই অনেক জটিলতা সৃষ্টি হয়েছে এবং বিজেপি একাধিক কারণ দেখিয়ে বিরোধিতা করেছে। যদিও তাদের প্রাথমিক দাবি মানা হয়নি কিন্তু এবার তারা কেন্দ্রীয় বাহিনীর দাবী থেকে কিছুতেই সরে যাবে না বলেই রাজনৈতিক মহলের ধারণা। এর পাশাপাশি রয়েছে রাজ্যপালের কেন্দ্রীয় বাহিনীর প্রতি সমর্থন। তিনিও প্রশ্ন তুলেছেন যে কেন পুরভোটে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে না। সব মিলিয়ে এখনই ভোট কারা করাবে সেটা নিয়ম বিস্তর জলঘোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =