নাগরিক আইন বিরোধী প্রস্তাবে ‘না’ রাজ্যের! দিল্লিতে বিরোধী বৈঠকেও ‘না’ তৃণমূলের!

নাগরিকত্ব আইনের প্রতিবাদে দফায় দফায় রাজপথে নামতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ কেন্দ্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো৷ জানিয়ে দিয়েছিলেন, নাগরিকত্ব আইন তিনি কার্যকর হতে দেবেন না৷ তাঁর মৃতদেহের ওপর দিয়ে এই আইন কার্যকর করতে হবে৷ কিন্তু তা ছিল এতদিন রাজপথের ভাষণে৷ কিন্তু এবার সেই নাগরিকত্ব আইন বিরোধী বিধানসভায় সর্বসম্মত প্রস্তাবে অনুমতিই দিল না রাজ্য৷ একই সঙ্গে বিরোধীদের ডাকা নাগরিক আইন বিরোধী ঐক্য মঞ্চের হাজির না হওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

কলকাতা: নাগরিকত্ব আইনের প্রতিবাদে দফায় দফায় রাজপথে নামতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ কেন্দ্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো৷ জানিয়ে দিয়েছিলেন, নাগরিকত্ব আইন তিনি কার্যকর হতে দেবেন না৷ তাঁর মৃতদেহের ওপর দিয়ে এই আইন কার্যকর করতে হবে৷ কিন্তু তা ছিল এতদিন রাজপথের ভাষণে৷ কিন্তু এবার সেই নাগরিকত্ব আইন বিরোধী বিধানসভায় সর্বসম্মত প্রস্তাবে অনুমতিই দিল না রাজ্য৷ একই সঙ্গে বিরোধীদের ডাকা নাগরিক আইন বিরোধী ঐক্য মঞ্চের হাজির না হওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আজ রাজ্য বিধানসভায় বাম ও কংগ্রেসের তরফে নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে প্রস্তাব আনার হয়৷ সেই প্রস্তাব দেওয়া হয় অধ্যক্ষের কাছে৷ কিন্তু, বিএ কমিটির কাছে দেওয়া সেই নাগরিকত্ব আইন প্রত্যাহারের প্রস্তাবে অনুমতি দিতে অস্বীকার অধ্যক্ষের৷ নাগরিক আইনের বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব আনার বাম-কংগ্রেসের দাবি খারিজ করে দেন অধ্যক্ষ৷ জানিয়েদেন, বিশেষ এই  অধিবেশনে শুধুমাত্র তপশিলি জাতি উপজাতি সংরক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে৷ এর বাইরে আর কোনও আলোচনা করা হবে না৷

আজ রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, আগামী ১৩ জানুয়ারি দিল্লিতে বিরোধীদের ডাকা নাগরিকত্ব আইন বিরোধী রণকৌশল কর্মসূচির বৈঠকে হাজির হবেন না৷ নাগরিক আইনের বিরুদ্ধে প্রথম থেকে তৃণমূল মাঠে নেমে লড়াই করছে৷ কিন্তু, এই নিয়ে কংগ্রেস ও বামেরা ‘নোংরা রাজনীতি’ করছে বলেও অসন্তোষ প্রকাশ করেন মমতা৷ বাম-কংগ্রেসের ‘নোংরা রাজনীতি’র কারণে দিল্লিতে বিরোধীদের ডাকা ১৩ জানুয়ারি ডাকা বৈঠকে দিল্লিতে যাচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 11 =