কালিয়াগঞ্জ ঘটনা তদন্তরত সিটের এক অফিসারে আপত্তি, ডিভিশন বেঞ্চে রাজ্য

কলকাতা: কালিয়াগঞ্জের ঘটনায় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন যে, আদালতের নজরদারিতে তদন্ত হবে এবং সেই তদন্ত করবে সিট। রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, আইপিএস দময়ন্তী সেন ও প্রাক্তন সিবিআই কর্তা উপেন্দ্রনাথ বিশ্বাস আছেন এই তদন্তকারী দলে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সিটে প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্তকে নিয়ে তীব্র আপত্তি জানান হয়। তাই এখন সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য। এই মামলা দায়ের করার অনুমতি মিলেছে বলে জানা গিয়েছে।
এই ইস্যুতে রাজ্যের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার যে কোনও মামলার ক্ষেত্রে তদন্ত করতে পারেন না। তাই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গিয়েছে তারা। আর মামলা করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা। আগে রাজ্যের আর্জি ছিল, প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্তের জায়গায় অন্য কাউকে আনা হোক। কিন্তু তা মানেনি বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চ।
কালিয়াগঞ্জের ঘটনায় নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে পরিবার এবং এলাকাবাসী দাবি করেছে। কিন্তু পুলিশের রিপোর্ট বলছে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই কিশোরী। এতেই চরম উত্তেজনা সৃষ্টি হয়। এছাড়া পুলিশ নৃশংসভাবে দেহ টেনে নিয়ে গিয়েছে এমনও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে, যা নিয়ে খোদ মন্তব্য করেন বিচারপতিও। তাই পুলিশের কাজে স্বাভাবিকভাবেই যে আদালত অসন্তুষ্ট তা বলাই বাহুল্য।