কলকাতা: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ অনেকদিন ধরেই তুলে আসছে রাজ্য সরকার। একাধিক প্রকল্পের অর্থ বকেয়া আছে বলেই দাবি করা হয়েছে। এর মধ্যে ১০০ দিনের কাজের টাকাও আছে বলেই দাবি। তবে সম্ভবত নেই অর্থ পেতে চলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে ফোন করে এ বিষয়ে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ। জানান হয়েছে, শীঘ্রই ১০০ দিনের বকেয়া বরাদ্দ পেয়ে যাবে পশ্চিমবঙ্গ।
আরও পড়ুন: বাঁকুড়ার পাহাড়ি গুহা ফের আলোচনার কেন্দ্রে, কী আছে এখানে
দীর্ঘ দিন ধরেই ১০০ দিনের কাজের অর্থ নিয়ে আওয়াজ তুলে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর পঞ্চায়েত দফতরের দায়িত্বে ছিলেন পুলক রায়, তিনিও কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রেখে বকেয়া টাকা আনার চেষ্টা করেছিলেন। সরকারের তরফ থেকে দাবি করা হয়েছিল যে, প্রায় ৭ হাজার কোটি টাকা বকেয়া আছে রাজ্যের। এখন জানা গেল টাকা পাওয়ার ব্যাপারে রাজ্যকে আশ্বস্ত করেছে কেন্দ্রীয় মন্ত্রক। কয়েক সপ্তাহ আগেই গ্রামীণ সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে রাজ্যকে টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। এখন ১০০ দিনের টাকা দেওয়ার আশ্বাস মিলল।
এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শীতকালীন অধিবেশনের রণকৌশল নির্ধারণ করতে এদিন দলীয় সাংসদদের সঙ্গে একটি বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ১০০ দিনের কাজের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার আশ্বাসের বিষয়ে তিনিও মন্তব্য করেন।