কলকাতা: এই প্রথম এবার রাজ্য বিধানসভায় মাত্র পাঁচ দিনের বাজেট অধিবেশন বসবে৷ যা নজিরবিহীন৷ আজ বৃহস্পতিবার বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক রয়েছে৷ আগে নিয়ম ছিল কেন্দ্রীয় সরকারের বাজেট পেশের কয়েকদিন পরে রাজ্য সরকার বাজেট পেশ হত৷ মোদী সরকার বাজেট এগিয়ে ১ ফেব্রুয়ারি করার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ও বাজেট এগিয়ে আনেন৷ কেন্দ্রের আগেই রাজ্য বাজেট পেশের নজির তৈরি করেন৷ এবার বিধানসভার বাজেট অধিবেশন আলোচনার সুযোগ মাত্র তিনদিন৷
পয়লা ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু৷ প্রথম দিন নিয়ম মেনে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বক্তব্য রাখবেন৷ ওইদিনই শোকপ্রস্তাব আনা হতে পারে বিধানসভায়৷ এর পরে ২ ও ৩ ফেব্রুয়ারি শনি ও রবিবার৷ স্বাভাবিক ভাবেই বন্ধ থাকবে বিধানসভার অধিবেশন৷ পরের দিন ৪ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ পর দিনটাই শুধু বাজেট নিয়ে আলোচনার সুযোগ মিলবে৷ কারণ ৫ ফেব্রুয়ারি শেষ হচ্ছে অধিবেশন৷
সাধারণ নিয়মে বিধানসভায় একটি অধিবেশন চলে ১৫ দিন৷ ১৫ দিনের সেই অধিবেশন কমে দাঁড়াচ্ছে পাঁচ দিনের। তার মধ্যে আবার দু’টি ছুটির দিন থাকায় কার্যত অধিবেশন তিনদিনের। এ নিয়ে রীতিমতো ক্ষুব্ধ বিরোধীরা । রাজ্যে বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন অধিবেশনের সময় কমে চলেছে । বিরোধীরা আগেই এনিয়ে সরব হয়েছেন । তাদের দাবি, বিরোধীদের কথা সরকার শুনতে চাইছে না বলেই এমনটা করছে ।