কলকাতা: SSC মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই মামলা প্রসঙ্গে ডিভিশন বেঞ্চের বিচারপতি সুব্রত তালুকদারও সিবিআই তদন্তের নির্দেশই বহাল রেখেছেন। আর তাই এবার ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা রাজ্যের, খবর সূত্রের৷
বুধবার সকালেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের সঙ্গে সহমত হয় জানিয়েছে, ‘একক বেঞ্চ কোনও ভুল সিদ্ধান্ত নেয়নি। নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। এর পরেই ডিভিশন বেঞ্চের এই সিদ্ধান্তকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন জানানোর চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার কাজ শুরু করেছে রাজ্য, খবর সূত্রের। রাজ্যের তরফে আইনজীবীরা এই প্রস্তুতি শুরু করেছেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে, জানা যাচ্ছে বুধবার থেকেই সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি শুরু হতে চলেছে। এক্ষেত্রে যদি আবেদন জানাতে হয় তাহলে রাজ্যকে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানাতে হবে। ইতিমধ্যেই এই মামলা প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রাজ্যের এক মন্ত্রী এবং অন্যান্যদের হাজিরার নির্দেশ দিয়েছে। সিবিআইকে হেফাজতে নিয়ে তদন্তের সুযোগও দেওয়া হয়েছে। এই সমস্ত পরিস্থিতি বিচার বিবেচনা করেই রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। যদিও হাতে সময় খুবই কম। আর তাই অত্যন্ত দ্রুততার সঙ্গে কাগজ পত্র তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্রের খবর।
বুধবার সকালে ডিভিশন বেঞ্চের বিচারপতি সুব্রত তালুকদার এই মামলা প্রসঙ্গে বলেন, ‘একক বেঞ্চ ভুল সিদ্ধান্ত নেয়নি। নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। ন্যায় বিচারের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ সীমা অতিক্রম করেছে বলে মনে করে না ডিভিশন বেঞ্চ৷ প্রভাবিত সব পক্ষের বক্তব্য সব সময় শুনতে হবে, এমন কোনও বিধিবদ্ধ আইন বা নিয়ম নেই৷ এখনও পর্যন্ত কোনও তথ্যপ্রমাণ এসএসসি’র পক্ষে যায়নি।’