শুভেন্দুর কনভয়ে পাইলট কার দিচ্ছে না রাজ্য! রিপোর্ট চাইল হাই কোর্ট

শুভেন্দুর কনভয়ে পাইলট কার দিচ্ছে না রাজ্য! রিপোর্ট চাইল হাই কোর্ট

suvendu-can-held-public-meeting-in-sandeshkhali-on-10th

state

কলকাতা: রাজ্যের বিরুদ্ধে পুলিশি হয়রানির অভিযোগ এনে আদালতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, বিরোধী দলনেতার কনভয়ে পাইলট কার দিচ্ছে না রাজ্য! উল্টে নানাভাবে পুলিশি হয়রানি সহ্য করতে হচ্ছে। তিনি আরও বলেন, বিরোধী দলনেতার কনভয়ের সঙ্গে থাকা সিআরপিএফ জওয়ানদের সঙ্গেও কোনওরকম সহযোগিতা করা হয় না৷ এই মামলার রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ৫ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷ ওই দিন এই বিষয়ে আদালতে রিপোর্ট জমা দেবে রাজ্য৷ 

এর আগে গত ১৮ নভেম্বর রাজ্য পুলিশের বিরুদ্ধে নালিশ জানাতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা৷ শুভেন্দুর অভিযোগ করে বলেছিলেন, “লক্ষ্য করছি, বেশ কিছুদিন ধরেই পুলিশ আমার স্বাভাবিক কাজে বাধা দিচ্ছে। কিছুদিন আগে কলকাতায় আমাকে অন্যায়ভাবে ১৫-২০ মিনিট আটকে রাখা হয়েছিল ট্রাফিক সিগনালে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − fourteen =