কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে ডিভিশন বেঞ্চের রায় প্রকাশ হতেই রাজ্য সরকারকে একহাত নিলেন সুকান্ত মজুমদার৷ তিনি বলেন, ‘‘এক সময় আমরাও এসএসসি’র চাকরি করেছি। আজ সেই চাকরি বিক্রির চেষ্টা চলছে। অনেকেই ডাক পয়েছেন৷ দেখা যাক৷ যদিও সিবিআই-এর ডাক পেলেই উডবার্ন ওয়ার্ড ভরে যায়৷ ক্যামেরা উডবার্নের দিকেই ঘুরিয়ে রাখুন৷ দেখুন কতজন ভর্তি হয় সেখানে৷ ’’
সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ থেকে ফের মামলা ফেরানো হয়েছে সিঙ্গেল বেঞ্চে৷ এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য৷ এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুকান্ত মজুমদার বলেন, জনগণের টাকা খরচ করে মামলা হবে৷ দামী উকিল দিয়ে মামলা লড়া হবে৷ এবং তাঁদের পাওনা মেটানো হবে আমার আপনার এবং যে সকল বেকার যুবক-যুবতীদের চাকরি বিক্রি করা হয়েছে, তাঁদের ট্যাক্সের টাকায়৷ যাঁরা জনগণের টাকা মেরেছে, তাঁদের জনগণের টাকা দিয়েই বাঁচানো হচ্ছে৷ তৃণমূল সরকারকে নির্লজ্জ, বেহায়া বলেও তীব্র আক্রমণ শানান সুকান্ত৷
পরেশ অধিকারী প্রসঙ্গে সুকান্তর বক্তব্য, উনি অর্ধ সত্য বলছেন৷ ওঁর মেয়ে যখন আবেদন করেছিলেন, তখন উনি তৃণমূলে ছিলেন না৷ তখন অঙ্কিতা অধিকারী চাকরিও পাননি৷ উনি তৃণমূলে যোগ দেওয়ার পরেই ওয়েটিং লিস্ট লঙ্ঘন করে চাকরি দেওয়া হয়৷ এ নিয়ে বিতর্কও হয়েছে৷ প্রতিমন্ত্রী হয়ে এসএসসি’র চাকরি চুরি করতে হচ্ছে৷ সম্প্রতি তিনি পিএইচডি ডিগ্রি চুরি করেছেন বলেও সুর চড়ান বিজেপি’র রাজ্য সভাপতি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>