জ্বর-শ্বাসকষ্টে আক্রান্ত শিশুরা, সমস্যা মোকাবিলায় গাইডলাইন প্রকাশ রাজ্য স্বাস্থ্য দফতরের

জ্বর-শ্বাসকষ্টে আক্রান্ত শিশুরা, সমস্যা মোকাবিলায় গাইডলাইন প্রকাশ রাজ্য স্বাস্থ্য দফতরের

কলকাতা: শিশুদের জ্বর-শ্বাসকষ্টজনিত সমস্যা মোকাবিলায় গাইডলাইন প্রকাশ করল রাজ্যের স্বাস্থ্য দফতর৷ ৪৪ পাতার একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে৷ এই গাইডলাইনে পুঙ্খানুপুঙ্খ ভাবে বলে দেওয়া হয়েছে জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে কোনও শিশু আউটডোরে এলে কী ভাবে তার অসুস্থতাকে চিহ্নিত করতে হবে, তার প্যারামিটার কী হবে৷ কোন পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি নেওয়া হবে, শিশুটি বাড়িতে থাকলে কী ভাবে চিকিৎসা চলবে সে সম্পর্কেও বিস্তারিত ভাবে জানানো হয়েছে৷ 

আরও পড়ুন- ঘুড়ি ওড়ানো নিয়ে বচসা, বাবা-ছেলেকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ

স্বাস্থ্য দফতরের গাইডলাইনে বলা হয়েছে, ৩ দিনের বেশি জ্বর-শ্বাসকষ্ট থাকলে শিশুকে হাসপাতালে ভর্তি করতে হবে৷ শিশুর শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশের নীচে নেমে গেলেই ভর্তির নির্দেশ রয়েছে গাইডলাইনে৷ পাশাপাশি কী ভাবে শিশুকে অক্সিজেন থেরাপি দিতে হবে তারও বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে৷ তবে শিশুর জ্বর ৩ দিনের কম হলে এবং তাকে বাড়িতে রেখে চিকিৎসা করার পরিস্থিতি থাকলে সেক্ষেত্রে শিশুটিকে বাড়ির প্রবীণ সদস্যদের থেকে আলাদা রাখতে হবে৷ যাতে প্রবীণদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে না পড়ে৷

এছাড়াও জ্বর ও শ্বাসকষ্ট থাকলে শিশুকে জনবহুল বা ঘিঞ্জি এলাকায় নিয়ে যাওয়া যাবে না৷ গাইডলাইনে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে যত রোগী আসবে তাঁর বিস্তারিত তথ্য স্বাস্থ্য ভবনকে পাঠাতে হবে৷ সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট পাঠাতে হবে৷ মুখ্য স্বাস্থ্য আধিকারিক দ্রুততার সঙ্গে সেই রিপোর্ট স্বাস্থ্য ভবনকে পাঠাবে৷ 

আরও পড়ুন- নন্দীগ্রামে বোমা বিস্ফোরণে হত শিশু, জখম আরও ২

গত কয়েক সপ্তাহ ধরেই জেলায় জেলায় শিশুরা জ্বরে আক্রান্ত হচ্ছে৷ কলকাতাতেও জ্বরের প্রকোপ বাড়ছে৷ এই পরিস্থিতিতে প্রথম চিকিৎসা সংক্রান্ত গাউডলাইন প্রকাশ করল৷ উল্লেখ্য, এর আগে কোভিড সংক্রান্ত গাইডলাইনও প্রকাশ করা হয়েছিল রাজ্যের তরফে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =