ইস্যু উত্তরবঙ্গ, চা নিলাম কেন্দ্র নিয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের

ইস্যু উত্তরবঙ্গ, চা নিলাম কেন্দ্র নিয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের

কলকাতা: উত্তরবঙ্গের বন্ধ হয়ে পড়ে থাকা জলপাইগুড়ির চা নিলাম কেন্দ্রটি চালু করতে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রটিতে পরিকাঠামোগত যে সমস্যা দেখিয়ে বন্ধ রাখা হয়েছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলকে লেখা চিঠিতে সেই তথ্যের বিরোধিতা করার পাশাপাশি ডুয়ার্সের সমস্ত চা বাগানের উৎপাদিত গুঁড়ো চা এই কেন্দ্র থেকে বাধ্যতামূলকভাবে নিলাম করার দাবি জানানো হয়েছে বলে শিল্প দফতর সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের হাতে থাকা এই চা নিলাম কেন্দ্রটি ২০০৫ সালে চালু হওয়ার পর থেকে এখানে ম্যানুয়ালি নিলামের কাজ হত। এরপরে ২০১২ সালে এখানেই নিলাম ব্যবস্থা চালু হয়। পরিকাঠামোগত সমস্যা এবং চা পাতার অভাবের কারণ দেখিয়ে ২০১৫ সালে কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। 

উত্তরবঙ্গ নিয়ে ইতিমধ্যেই উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। কারণ আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা উত্তরবঙ্গ ভাগের দাবি তুলেছেন। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, বর্তমান রাজ্য সরকার উত্তরবঙ্গকে অবহেলা করে এবং বিগত বছরগুলোতেও করে এসেছে। তাই উত্তরবঙ্গ আলাদা করে দিলে সেখানকার মানুষের উন্নয়ন হবে এবং সার্বিক পরিস্থিতি বদল হবে। বিজেপি সাংসদের এই দাবি ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। অবশ্য এই দাবিকে আরো অনেক বিজেপি নেতা সমর্থন করলেও রাজ্য বিজেপি নেতৃত্ব পুরোপুরি নস্যাৎ করে দিয়েছে। অন্যদিকে আবার জঙ্গলমহল ভাগ করে দেওয়ার জন্য দাবি তুলেছিলেন বিজেপির অন্য এক সাংসদ সৌমিত্র খাঁ। তিনিও রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছিলেন এবং দাবি করে দিলে যে জঙ্গলমহলের মানুষের উন্নতি হয়নি তৃণমূল কংগ্রেস সরকারের আমলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 1 =