কলকাতা: করোনা ভাইরাস আবহে এখন বাইরে বেরনো নিয়ে একটি ধুকপুক কিছুটা থেকেই গিয়েছে। সব কাজ বাড়ি থেকে করে নিতে পারলেই যেন ভাল হয়। তবে বাকি কাজ হলেও বাড়ি বসে মদ পাওয়া কি সম্ভব? এমন প্রশ্ন আসতেই পারে আর তার উত্তর হবে হ্যাঁ। অন্তত রাজ্য সরকার সেই রকম কিছু উদ্যোগ নিচ্ছে। আগেই বাড়ি বাড়ি সব রকমের মদ পৌঁছে দেওয়ার পরিষেবা শুরু করেছিল রাজ্য সরকার। কিন্তু এখন সব জায়গায় সেটা সক্রিয় নয়। তাই পুরোপুরি এটিকে সক্রিয় করতেই ব্যবস্থা করছে বাংলার সরকার।
আরও পড়ুন: ‘ক্যান্সারের কেমো আছে, হিংসার ওষুধ নেই’, নন্দীগ্রামে হারের যন্ত্রণা থেকেই ডাকেনি, কটাক্ষ শুভেন্দুর
জানা গিয়েছে, পাকাপাকি ভাবে বিভিন্ন ই-রিটেল সংস্থার সঙ্গে চুক্তি করে ‘দুয়ারে মদ’ পরিষেবা চালু করতে চাইছে রাজ্য সরকার। এইভাবে অর্ডার করলেই বাড়িতে পৌঁছে যাবে বিয়ার, হুইস্কি, রাম, দেশি ইত্যাদি মদ। গত অগাস্ট মাসে এই পরিষেবা শুরু করেছিল রাজ্য। কিন্তু তা পাকাপাকিভাবে করা সম্ভব হয়নি তখন। কিন্তু এবার যাতে এই পরিষেবা পুরোদমে চালু করা যায় তার প্রেক্ষিতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আবগারি দফতর সূত্রে খবর। আপাতত সরকারি ভাবে এই ব্যবস্থাকে মদের ‘ই-রিটেল’ বলা হচ্ছে। আবগারি দফতর আরও জানাচ্ছে, তাদের অধীন ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন’ (বেভকো) মদের ই-রিটেল করতে আগ্রহীদের আবেদনপত্র চেয়েছিল। অগ্রিম ২৫ হাজার টাকা অনেকে আবেদন করেছিল যাদের মধ্যে চারটি সংস্থাকে বাছা হয়েছে। তাদের মধ্যে একটি কলকাতার, বাকি গুলি মুম্বই, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের।
তবে আবগারি দফতর স্পষ্ট করে দিয়েছিল যে, শুধুমাত্র নির্দিষ্ট বয়সের উপরের ক্রেতাদেরই মদ দেওয়া যাবে এবং মদ কিনে ক্রেতাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে খুচরো দোকান থেকে। এমনই শর্ত দিয়েছিল তারা। সেই প্রেক্ষিতেই আবদেন মারফত চারটি সংস্থা বাছা হয়েছে। তবে কোন সংস্থা, কোন এলাকায়, কী ভাবে কাজ করবে বা বিক্রি করবে, তা এখনও চূড়ান্ত হয়নি।