সাবমেরিন মিউজিয়াম গড়ে তোলার ভাবনা রাজ্যের, উদ্যোক্তা মুখ্যমন্ত্রী

সাবমেরিন মিউজিয়াম গড়ে তোলার ভাবনা রাজ্যের, উদ্যোক্তা মুখ্যমন্ত্রী

কলকাতা: রাজ্য সরকার বিশাখাপত্তনমের মত পূর্ব মেদিনীপুরের দীঘার সমুদ্র সৈকতে একটি সাবমেরিন মিউজিয়াম গড়ে তোলার জন্য নৌবাহিনীর কাছে আবেদন জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে নিউটাউনে নৌবাহিনীর একটি এয়ারক্রাফট মিউজিয়ামের উদ্বোধন করে দীঘায় একটি সাবমেরিন মিউজিয়াম তৈরির জন্য বাহিনীর আধিকারিকদের কাছে একটি অবসরপ্রাপ্ত সাবমেরিন চেয়েছেন। বিষয়টি নিয়ে তারা শীর্ষস্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলে বাহিনীর তরফে জানানো হয়।

আরও পড়ুন- সৌরভের কথা শুনে CAB’কে নতুন জমি দিল রাজ্য, ডুমুরজলার বদলে স্টেডিয়াম হবে রাজারহাটে

ভারতীয় নৌবাহিনীতে তিন দশক ধরে পরিষেবা দেওয়া যুদ্ধবিমান ‘TU 142M’-এর ভিতরেই এই মিউজিয়াম গড়ে তুলতে ২০২০ সালে বাহিনীর তরফে রাজ্য সরকারের হাতে একটি বিমান তুলে দেওয়া হয়েছিল। পরে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এবং হিডকো যৌথভাবে সেখানকার আড়াই একর জমির ওপরে আড়াই কোটি টাকা ব্যয়ে এই মিউজিয়াম গড়ে তোলে।

নার্সারি থেকে কলেজ পর্যন্ত পড়ুয়ারা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে এই মিউজিয়াম দেখতে পারবেন। অন্যদিকে সাধারণ মানুষের জন্য টিকিটের মূল্য বাবদ তিরিশ টাকা ধার্য করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =