সংকট নেই, রাজ্যে তৈরি হবে ৫৫ টি অক্সিজেন প্ল্যান্ট

সংকট নেই, রাজ্যে তৈরি হবে ৫৫ টি অক্সিজেন প্ল্যান্ট

কলকাতা: করোনাভাইরাস দ্বিতীয় ঢেউয়ের কারণে গোটা দেশে আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হয়েছে গত বছরের তুলনায় অনেক বেশি। গোদের ওপর বিষফোঁড়ার মতো সমস্যা দেখা দিয়েছে অক্সিজেনের। দেশের বিভিন্ন রাজ্যের একাধিক হাসপাতালে শুধুমাত্র অক্সিজেন না পেয়ে মারা গিয়েছেন একাধিক করোনা রোগী। বাংলাতেও একই ঘটনা ঘটেছে। যদিও রাজ্য সরকার দাবি করছে এখানে অক্সিজেনের কোনরকম সংকট নেই বরং অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে তাতে মোট সাড়ে ১২ হাজার রোগী উপকৃত হবেন। একইসঙ্গে জানানো হয়েছে, রাজ্যে তৈরি হবে ৫৫ টি অক্সিজেন প্ল্যান্ট।

নবান্ন সূত্রে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, এই মুহূর্তে রাজ্যের যে পরিকাঠামো রয়েছে তাতে করোনা আক্রান্ত সাড়ে ১২ হাজার রোগীকে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন অক্সিজেন পরিষেবা দেওয়া যাবে। এছাড়া রাজ্য সরকারের উদ্যোগে ৫৫টি নতুন অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হবে। নবান্ন আরও জানিয়েছে, ইতিমধ্যেই ১০৫টি সরকারি কোভিড হাসপাতালে পাইপলাইন দিয়ে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৫ মে’র মধ্যে আরও ৪১টি সরকারি হাসপাতালে অক্সিজেন পাইপলাইন বসানো হবে। এর আগে রাজ্য জানিয়েছিল, আরো ৯৩ টি অক্সিজেন প্ল‌্যান্ট তৈরি করতে চায় তারা, সেই প্রেক্ষিতে কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই পাঁচটি অক্সিজেন প্ল্যান্টের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, বাংলায় এই মুহূর্তে অক্সিজেনের অভাব নেই। তবে সমস্যা যাতে না হয় সেই কারণে নতুনভাবে এতগুলি অক্সিজেন প্ল্যান্ট তৈরির অনুমোদন চাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। এছাড়াও জানা গিয়েছে, কিশোর ভারতী এবং গীতাঞ্জলি স্টেডিয়ামে সেফ হোম করবে মেডিকা। হজ সেন্টারে সেফহোম করবে চার্নক হাসপাতাল। আরএন টেগরের সল্টলেক ক্যাম্পাসেও হবে সেফ হোম। তবে আজকেই রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে তীব্র অক্সিজেন সঙ্কটে মৃত্যু হয়েছে চারজন করোনা আক্রান্ত রোগীর৷ এমনটাই অভিযোগ করেছে মৃতদের পরিজনরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + eight =