Aajbikel

টাটার পর হলদিয়া পেট্রোকেমিক্যাল, মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে

 | 
নবান্ন

কলকাতা: সিঙ্গুরের জমি নিয়ে 'আরবিট্রেশনে' জয় পেয়েছে টাটা গোষ্ঠী। চাপ বেড়েছে রাজ্য সরকারের কারণ তাদের টাটাকে ৭০০ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু রাজ্যের চিন্তা শুরু টাটা নিয়ে নয়। এবার চাপ বাড়াল হলদিয়া পেট্রোকেমিক্যাল। আসলে তাদেরও একটি মামলায় মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে বলা হল রাজ্য সরকারকে। 

হলদিয়া পেট্রোকেমিক্যালের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন টানাপোড়েন চলেছে। তবে এক দশক আগে চ্যাটার্জি গোষ্ঠীর হাতে আসে সংস্থার রাশ। সরকারের থেকে শেয়ার কেনার সময়ে শর্ত ছিল আর্থিক সাহায্যের। বলা হয়েছিল, হয় সরকারের তরফে ভ্যাট হিসেবে ৩ হাজার ২৮৫.৪৭ কোটি টাকা সহায়তা করতে হবে কিংবা ১৯ বছর ধরে আর্থিক সাহায্য দিতে হবে। এর মধ্যে সরকার একটা পথ বেছে নিতে পারে। ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত সরকার ভ্যাট নিরিখে ৩১৭.১৩ কোটির আর্থিক সাহায্য দেয় এইচপিসিএল। তবে জিএসটি চালুর পর থেকে সেই সাহায্য বন্ধ হয়ে যায়। 

এইচপিসিএল-এর প্রোমোটর সংস্থা এসেক্স এরপর আরবিট্রাল ট্রাইব্যুনালে মামলা দায়ের করে এবং যুক্তি দেয়, জিএসটি ব্যবস্থার সঙ্গে আর্থিক সাহায্যের শর্তের কোনও সম্পর্ক নেই। তাই এই টাকা তাদের প্রাপ্য। আপাতত আরবিট্রাল ট্রাইবুন্যাল এসেক্সের দাবি মেনে নিয়ে বাকি ২ হাজার ৯৬৮.৩৩ কোটি টাকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। এছাড়া ৬ শতাংশ ত্রৈমাসিক হারে সুদও দিতে হবে ২০১৭ সালের ১ জুলাইয়ের পর হিসেব করে।

Around The Web

Trending News

You May like