৩ হাজার কোটি টাকার বেশি ঋণে অনুমোদন, নবান্ন পেল সুখবর

৩ হাজার কোটি টাকার বেশি ঋণে অনুমোদন, নবান্ন পেল সুখবর

state govt

কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত বিদেশ সফরে। তিনি মূলত শিল্প আনতেই এই সফর করেছেন বলে জানা গিয়েছে। তবে তিনি দেশে ফেরার আগেই রাজ্যকে সুখবর পাঠিয়ে দিল বিশ্বব্যাঙ্ক। তাদের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকারকে ৩ হাজার কোটি টাকার বেশি ঋণ অনুমোদন দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে এমনটাই বলা হয়েছে। বিশ্বব্যাঙ্কের দেওয়া এই টাকা পরিকাঠামো উন্নয়নেই খরচ করতে হবে। 

সরকারের তরফে জানানো হয়েছে, বিশ্বব্যাঙ্ক থেকে মোট ৩ হাজার ২০০ কোটি টাকার ঋণ অনুমোদিত হয়েছে। এর বেশিরভাগটাই খরচ করা হবে রাস্তাঘাটের উন্নয়ন এবং পঞ্চায়েতের পরিকাঠামো উন্নয়নে। তবে এই টাকার কতটা কোথায়, কী ভাবে খরচ হবে, তা এখনও সুনির্দিষ্ট ভাবে চূড়ান্ত হয়নি। যদিও আগামী কয়েক দিনেই এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে বলে খবর। 

মনে রাখা দরকার, গত বাজেট অধিবেশনে বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় একটি নতুন প্রকল্প ঘোষণা করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যার নাম দেওয়া হয় ‘রাস্তাশ্রী প্রকল্প’। সেই প্রকল্পে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এখন বিশ্বব্যাঙ্কের তরফে এই ঋণের ঘোষণা রাজ্য সরকারকে বড় স্বস্তি দেবে। প্রসঙ্গত, এই প্রকল্পে ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তা তৈরি করবে বলে ঘোষণা করা হয় বাজেটে। কাজ শুরুও হয়েছে জেলায় জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − ten =