কলকাতা: মূক ও বধির শিশুদের জন্য বড় রকমের পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাদের চিকিৎসায় ২০ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও উপযুক্ত চিকিৎসার মাধ্যমে তাদের শ্রবণ ও বাকশক্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করার পাশাপাশি যেসব শিশু কথা বলতে পারে না তাঁরা বিনামূল্যে ককলিয়া যন্ত্র দেওয়া হবে বলে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন।
আরও পড়ুন- ‘আলোচনায় বসুন, আমি কামড়াব না, ভয় কীসের?’ পুতিনকে বার্তা জেলেনস্কির
এই বিষয়ে রাজ্যের মন্ত্রী জানান, এই খাতে কেন্দ্রীয় সরকারি বরাদ্দ ও ককলিয়া যন্ত্রের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়ায় রাজ্য সরকার সম্পূর্ণভাবে এই দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে। তিনি জানান, এতদিন ১০০ জন শিশুর পরিবার আবেদন করলে মাত্র ৫ জন এই সুবিধা পেতেন। এখন আবেদন করলেই এই সুবিধা মিলবে, কেউ বাদ যাবে না।
চন্দ্রিমা ভট্টাচার্য আরও বলেন, ২৭ টি সুপার স্পেশালিটি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে যে কোনও একটি সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালেই হবে শিশুর চিকিৎসা। স্বাস্থ্য ভবনের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরস এই ককলিয়া যন্ত্র দেবে। শিশুর পরিবার চিকিৎসার জন্য পেয়ে যাবে ১৫ থেকে ২০ লক্ষ টাকা। এই টাকার মধ্যে থাকবে ককলিয়া যন্ত্রের ৬ লক্ষ টাকাও।