Aajbikel

মিলল বকেয়া, কেন্দ্রের কাছ থেকে ৯৫৫ কোটি টাকা পেল রাজ্য সরকার

 | 
নবান্ন

কলকাতা:  মিলল বকেয়া৷ পাঁচ মাস পর কেন্দ্রের কাছ থেকে সর্বশিক্ষা অভিযানের বকেয়া টাকা পেল রাজ্য। প্রায় ৯৫৫ কোটি বকেয়া টাকা পেল রাজ্য সরকার।

আরও পড়ুন- TET: সিলেবাস, মডেল প্রশ্নপত্র-সহ বিস্তারিত গাইডলাইন প্রকাশ

এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশের অধিকাংশ রাজ্যই ‘আর্থিক সংকটে’ রয়েছে। বহু রাজ্যের ঘাড়েই বিপুল ঋণের বোঝা। এটা তো সর্বভারতীয় সমস্যা। সব রাজ্যে অর্থের অভাব। বকেয়া তো মেটাতেই হবে।’

সর্বশিক্ষা অভিযানের টাকা মিললেও ১০০ দিনের কাজের টাকা নিয়ে এখনও চলছে কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানি। বকেয়া টাকা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে নবান্ন। ১০০ দিনের কাজের টাকা না পেলে জেলায়-জেলায় ক্ষোভের সঞ্চার ঘটবে। এর প্রভাব পড়বে পঞ্চায়েত ভোটে৷ ভোট পরিস্থিতি বিচার করে সম্ভবত খুব শীঘ্রই কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং-এর সঙ্গে দেখা করবেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।


বকেয়া টাকা পেতে কয়েকমাস আগে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিল রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যের প্রাপ্য প্রায় ৯৭ হাজার কোটি দিচ্ছে না কেন্দ্র। এর ঠিক পাঁচ মাস পর সর্বশিক্ষা অভিযানের প্রায় ৯৫৫ কোটি বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হল রাজ্যকে৷ 


 

Around The Web

Trending News

You May like