অনির্দিষ্টকালের জন্য শহরে বন্ধ শপিং মল, রেস্তরাঁসহ একাধিক ‘পাবলিক প্লেস’

অনির্দিষ্টকালের জন্য শহরে বন্ধ শপিং মল, রেস্তরাঁসহ একাধিক ‘পাবলিক প্লেস’

কলকাতা: করোনা ভাইরাস পরিস্থিতি রাজ্যে লাগাম ছাড়া। এই প্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য শহরে বন্ধ শপিং মল, রেস্তরাঁ, বার, সিনেমা হল, স্পা সেন্টার, বিউটি পার্লার সহ একাধিক ‘পাবলিক প্লেস’। সিদ্ধান্ত নবান্নের। বাজার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া সমস্ত জরুরী পরিষেবা চালু থাকবে, একইসঙ্গে হোম ডেলিভারি পরিষেবা চালু রাখা হবে বলে জানান হয়েছে। অতএব সম্পূর্ণ লকডাউন না হলেও, রাজ্য সরকারের এই নয়া নির্দেশিকায় স্পষ্ট যে আপাতত বাংলায় অনির্দিষ্টকালের জন্য আংশিক লকডাউন হয়ে গেল। 

যে হারে সংক্রমণ বৃদ্ধি হচ্ছে এবং মৃত্যুর হার বাড়ছে তাতে আন্দাজ করা গিয়েছিল যে হয়তো নির্বাচনের ফল ঘোষণার পরেই বড় সিদ্ধান্ত নিয়ে নেবে রাজ্য সরকার। তবে তার আগেই কার্যত আংশিক লকডাউন কার্যকরী করা হল। তবে আশঙ্কা করা হচ্ছে যদি এভাবে ও সংক্রমণ আটকানো সম্ভব না হয় তাহলে হয়তো গত বছরের মতো পূর্ণ লকডাউন করতে বাধ্য হবে রাজ্য সরকার। এই বিজ্ঞপ্তি প্রকাশ করার মধ্য দিয়েই আরও জানানো হয়েছে, কোনরকম জমায়েত করা চলবে না জনসমক্ষে, এমনকি ধর্মীয় জমায়েত করাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ফল ঘোষণার দিন বিজয় মিছিল এবং জনসমক্ষে বিরাট জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে। সেই নির্দেশিকা পালন করতে হবে বলে এদিন জানিয়েছে নবান্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *