পুরসভা নিয়োগকাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতা জারি, প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্য

পুরসভা নিয়োগকাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতা জারি, প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্য

81f183dd4c5a1235dd697187852e455f

কলকাতা: পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্য সেই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টের অন্য বেঞ্চ এবং পরে সুপ্রিম কোর্টে যায়। কিন্তু লাভ হয়নি। কারণ শীর্ষ আদালত এই মামলা আবার ফেরত পাঠায় কলকাতা হাইকোর্টেই। সেই প্রেক্ষিতে এবার আদালতের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য। 

মঙ্গলবার রাজ্যের তরফে এই মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান হয়েছিল। তবে প্রধান বিচারপতি নতুন বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য পাঠিয়েছেন। এখন এই মামলার শুনানি হবে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। চলতি সপ্তাহে তার শুনানির সম্ভাবনা। এই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু ঘটনাক্রমে মামলা তাঁর এজলাস থেকে সরে গিয়ে চলে আসে বিচারপতি অমৃতা সিনহার কাছে। তিনিও অবশ্য আগের রায়ই বহাল রেখেছিলেন। সেই সিদ্ধান্তের বিরোধিতায় এখনও অনড় রাজ্য সরকার। 

নিয়োগ কাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর নাম উঠে আসে অয়ন শীলের। তিনি গ্রেফতার হলে জানা যায়, ৬০টির বেশি পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে। এছাড়া বিপুল নথি অয়ন শীলের বাড়ি এবং অফিস থেকেও পাওয়া গিয়েছিল। সেই প্রেক্ষিতেই পৃথক এফআইআর দায়ের করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর থেকে তার সিদ্ধান্তের বিরোধিতা চলছেই। এবার এটাই দেখার নতুন বেঞ্চে রাজ্য সরকার কোনও দিশা পায় কিনা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *