হিংসার ঘটনা রুখতে তৎপর রাজ্য, আইনশৃঙ্খলা ইস্যুতে বৈঠক

হিংসার ঘটনা রুখতে তৎপর রাজ্য, আইনশৃঙ্খলা ইস্যুতে বৈঠক

13f64b050f8baa2e12821916d94befe1

কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পরেই বিজেপি অভিযোগ করেছে যে রাজ্যজুড়ে হিংসা বেড়েছে এবং তৃণমূল কংগ্রেসের মদতে এই হিংসা হচ্ছে। যদিও প্রথম থেকেই রাজ্যের শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে। তবে রাজ্যে যে বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটছে তা অজানা নয় কারোর। আর সেই হিংসার ঘটনায় লাগাম টানতেই এবার কড়া পদক্ষেপের কথা ভাবছে রাজ্য। ভোট পরবর্তী হিংসা ইস্যুতে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব ডিএম, এসপি, সিপি সহ প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেছেন। নির্দিষ্ট এলাকায় এলাকায় আইনের শাসন বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন- নিজের কেন্দ্রেই ‘গো ব্যাক’! হ্যাক হল অগ্নিমিত্রার টুইটার অ্যকাউন্ট, নালিশ লালবাজারে

বিধানসভা নির্বাচনে বিক্ষিপ্ত হিংসার ঘটনার ছবি সামনে এসেছিল। ভোটের ফলের পর আরও ঘটনা সামনে আসে এবং বিজেপি আরও আক্রমণ শুরু করে। এখন সেই আবহ ঠিক না হওয়ার মধ্যেই আবার বাংলায় নির্বাচন। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচন সহ আরও দুই জায়গায় ভোট। তাই রাজ্য প্রশাসন কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয়। এই বৈঠকে প্রশাসনিক স্তরে যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে, দুষ্কৃতীরা যাতে অস্ত্রশস্ত্র, তাজা বোমা ব্যবহার করতে না পারে তার ওপর কড়া নজর রাখতে হবে। নির্বাচন কমিশনও এই হিংসা নিয়ে চিন্তিত তাই তারাও নিজেদের মত পদক্ষেপ নিয়েছে। তবে রাজ্যের তরফে নির্বাচন কমিশনকে আশ্বাস দেওয়া হয়েছে উপনির্বাচনের সময়ে আইনশৃঙ্খলার দিকে কড়া নজর থাকবে প্রশাসনের। 

আরও পড়ুন- ক্রমশ বাড়ছে ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা, কী বলছেন চিকিৎসকরা?

উল্লেখ্য, ভোট উপলক্ষেই রাজ্যে আসছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ এই ১৫ কোম্পানির মধ্যে ৭ কোম্পানি সিআরপিএফ, ৪ কোম্পানি বিএসএফ, ২ কোম্পানি এসএসবি এবং ১ কোম্পানি সিআইএসএফ ও আইটিবিপি-র জওয়ান বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর৷ ভবানীপুরে উপনির্বাচন ঘিরে ক্রমশ বাড়ছে উত্তাপ৷ জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল ও বিজেপি৷ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির মুখ আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস৷ নিজের ঘরে নেত্রীর জয়ের ব্যাপারে পুরোদস্তুর আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস। তবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, আত্মবিশ্বাস থাকা ভালো আত্মতুষ্টির জায়গা নেই৷ বিজেপি’কে এক চুল জমিও ছাড়া হবে না৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *