state govt
কলকাতা: বিদেশি রোগীদের চিকিৎসা সংক্রান্ত ইস্যুতে বড় সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য সরকারের তরফ থেকে। রোগীদের ব্যবস্থাপনা ও চিকিৎসা নীতি নিয়ে পরিকল্পনা করার জন্য গঠিত হয়েছে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি। ইতিমধ্যেই সেই কমিটি রিপোর্ট জমা দিয়েছে এবং তার ভিত্তিতে নিয়মাবলি তৈরি করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। এই সংক্রান্ত একাধিক নিয়ম স্পষ্ট করা হয়েছে।
পশ্চিমবঙ্গে দেশের বাইরে থেকে চিকিৎসা করাতে আসা রোগীর সংখ্যা কম নয়। মূলত বাংলাদেশ থেকে এই রাজ্যে বহু রোগী আসেন নিয়মমাফিক চিকিৎসা করাতে। এছাড়া ভুটান, নেপাল থেকেও মানুষ আসেন। ইউরোপ-আমেরিকা-আফ্রিকা থেকে তেমনভাবে মানুষ আসেন না এটাও স্পষ্ট। দেখা গিয়েছে, যে সমস্ত রোগীরা এই মহাদেশ থেকে এসে বাংলায় চিকিৎসা নিচ্ছেন তাদের বেশিরভাগ এখানে এসেই অসুস্থ হয়েছেন। অগত্যা বাধ্য হয়েই তাকে এই রাজ্যে প্রাথমিক চিকিৎসা নিতে হবে সুস্থ হতে। বাকি ভারতের পড়শি দেশের নাগরিকদের ক্ষেত্রে বিষয়টি অন্য। তারা এখানে চিকিৎসা করাবে বলেই আসেন।
এই প্রেক্ষিতে বিদেশি রোগীদের চিকিৎসা নিয়ে নতুনভাবে ভাবতে চাইছে রাজ্য সরকার। পড়শি দেশগুলি থেকে যে ভাবে দিন দিন রোগী বেড়েই চলেছে এ রাজ্যের সরকারি হাসপাতালে, তাতে কার্যত উদ্বেগও বাড়ছে। তাই কিছু নিয়ম স্পষ্ট করা হয়েছে। স্বাস্থ্য দফতর বলেছে, বিদেশি নাগরিক রাজ্যের কোনও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হলে অগ্রাধিকার ভিত্তিতে অবশ্যই ভর্তি করতে হবে। তবে সেই রোগী সম্পর্কে যাবতীয় তথ্য কলকাতার সংশ্লিষ্ট দূতাবাস বা উপদূতাবাসে জানাতে হবে। এছাড়া হাসপাতালের এইচএমএসআর পোর্টালে রোগীর পাসপোর্ট, ভিসা-সহ যাবতীয় তথ্য আপলোড করতে হবে।