আবার ভোট আসছে! ওয়ার্ডভিত্তিক করোনা গ্রাফে নজর রাজ্যের

আবার ভোট আসছে! ওয়ার্ডভিত্তিক করোনা গ্রাফে নজর রাজ্যের

কলকাতা: রাজ্য সরকার কলকাতা ও হাওড়ার পুরসভার নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পরে প্রতিদিন সেখানকার ওয়ার্ডগুলিতে করোনা পজিটিভিটি রেটের উপরে বিশেষ ভাবে নজর রাখার নির্দেশ দিয়েছে। কলকাতার ১৪৪ টি ও হাওড়ার ৫০ টি ওয়ার্ডে প্রতিদিন কতজন করে নাগরিক কোভিডে আক্রান্ত হচ্ছেন, কতজন মারা যাচ্ছেন তার রেকর্ড রাখার জন্যে দুই জেলার দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি কলকাতার ১৪৪ টি ওয়ার্ডের ৪ হাজার ৭০০ টি ও হাওড়ার ৫০ টি ওয়ার্ডের ১ হাজার ২১৩ টি বুথে কোভিড বিধি মেনে কয়েক দফায় স্যানিটাইজ করার কথাও বলা হয়েছে। রাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে মনে হলেও কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না রাজ্য প্রশাসন। 

কিছুদিন আগেই জানা গিয়েছিল যে, রাজ্যের প্রস্তাব মেনেই কলকাতা ও হাওড়া পুরসভায় ১৯ ডিসেম্বর ভোট হচ্ছে৷ বিরোধীরা একসঙ্গে ভোট এবং একসঙ্গে গণনার দাবি জানালেও আপাতত কলকাতার ১৪৪টি ওয়ার্ড এবং হাওড়ার ৫০টি ওয়ার্ডে ভোট হবে৷ তবে ভোট হবে বালি বাদ দিয়ে। ২৫ নভেম্বর এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে৷ আরও জানা গিয়েছে, সরকারই চাইছে না এখন উন্নয়নমূলক প্রকল্পগুলি বন্ধ হোক৷ তাই বিধি মেনে আগামী ২৫ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে৷ প্রসঙ্গত, ২০২০ সালের এপ্রিল মাসে কলকাতা পুরসভা সহ রাজ্যের পুরভোটের প্রস্তুতি নিয়েছিল নির্বাচন কমিশন৷ কিন্তু করোনা পরিস্থিতির জন্য তখন নির্বাচন সংগঠন করা সম্ভব হয়নি। ওদিকে হাওড়া পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে ২০১৮ সালে৷ কলকাতা পুরসভার মেয়াদও ফুরিয়ে গিয়েছে অনেক দিন আগে৷ সেই প্রেক্ষিতে চলতি বছর এপ্রিল মাসের বিধানসভা নির্বাচনের পাশাপাশি পুরো ভোট করাতে চেয়েছিল নির্বাচন কমিশন কিন্তু সেটাও সম্ভব হয়নি।

উৎসবের আগে রাজ্যের কোভিড পরিস্থিতি যেমন ছিল, উৎসবের পর তার কিছুটা পরিবর্তন ঘটেছে। গত কয়েকদিনে কিঞ্চিৎ বেড়েছিল দৈনিক আক্রান্ত এবং মৃত্যু। তাতেই উদ্বেগ বেড়েছিল স্বাভাবিকভাবে। কিন্তু মোটের ওপর এখন বাংলার কোভিড গ্রাফ নিয়ন্ত্রণেই রয়েছে। লোকাল ট্রেন চালু হওয়ার পরেই সংক্রমণ সেইভাবে বাড়েনি যা স্বস্তির। এদিকে আবার আগামীকাল থেকে রাজ্যে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − six =