Aajbikel

কোভিডবিধি প্রত্যাহার বঙ্গে, আর পরতে হবে না মাস্ক

 | 
মাস্ক

কলকাতা: খাতায়-কলমে বহুদিন আগেই বিধিনিষেধ উঠে গিয়েছে। তবুও সরকারিভাবে ঘোষণা বাকি ছিল। আজ তা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ থেকে উঠে গেল কোভিডবিধি। করোনা সংক্রান্ত যাবতীয় নিয়ম প্রত্যাহার করার কথা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার টেলি সম্মান প্রদান অনুষ্ঠান থেকে এ কথা জানান তিনি। 

২০২০ সালের মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে সারা দেশের মতো এ রাজ্যেও কোভিডবিধি জারি হয়েছিল। সেই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের জন্য লকডাউন ঘোষণা করেন দেশে। তারপর থেকে যা যা হয়েছে সেটা ইতিহাসের পাতায় চলে গিয়েছে। কোটি কোটি মানুষের মৃত্যু, আক্রান্তদের নাজেহাল অবস্থা, একাধিক বিধিনিষেধ, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায়, স্যানিটাইজার... আরও কত কী। তারপর ভ্যাকসিন আসার পর ধীরে ধীরে উঠতে শুরু করে নিয়মকানুন। মানুষের জীবনযাত্রা আবার স্বাভাবিকের দিকে যায়। বর্তমানে তা যে আবার ২০১৯ সালের মতোই হয়েছে তা নিঃসন্দেহে বলা যায়। 

তবে দিন কয়েক আগেই কেন্দ্রীয় সরকার কোভিডের নতুন প্রজাতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিল। কিন্তু সেইভাবে কোনও নির্দেশ রাজ্যগুলিকে দেওয়া হয়নি। আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে নানা দেশ ভাইরাসের নয়া প্রজাতি নিয়ে চিন্তিত ছিল। তবে এখন আর চিন্তার কারণ নেই বলেই পরিষ্কার। 

Around The Web

Trending News

You May like