পঞ্চায়েত ভোট উপলক্ষে ৮ জুলাই ছুটি ঘোষণা করল রাজ্য সরকার

পঞ্চায়েত ভোট উপলক্ষে ৮ জুলাই ছুটি ঘোষণা করল রাজ্য সরকার

 কলকাতা:  রাজ্যজুড়ে বইছে ভোটের হাওয়া৷ আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে এক দফায় পঞ্চায়েত ভোট। পরিচালনার দায়িত্ব রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের হাতে৷ কিন্তু, এর জন্য রাজ্য সরকারের পরিকাঠামোর উপরেই তাঁরা নির্ভরশীল৷ রাজ্যের ২২ জেলার যে সমস্ত জায়গায় পঞ্চায়েত ভোট হবে, সেই সমস্ত জায়গাতেই এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার নবান্ন থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দফতর।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সব এলাকা পঞ্চায়েত ভোট রয়েছে, সেখানকার সরকারি, সরকারি সংস্থা, স্বয়ংশাসিত সংস্থা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান ৮ জুলাই বন্ধ থাকবে। ভোট দেওয়ার জন্য স্থানীয় স্তরে এই ছুটি ঘোষণা করা হয়েছে। যে সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠানকে ভোটগ্রহণের কাজে ব্যবহার করা হবে, সেই সব প্রতিষ্ঠানে আরও বেশিদিন ছুটি থাকবে৷ ৬-৭ জুলাই ভোটগ্রহণের কাজে ব্যবহার হওয়া সরকারি প্রতিষ্ঠানগুলিতেও ছুটি ঘোষণা করা হয়েছে। ভোটের আগে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে প্রস্তুতির কাজ সারতে হবে৷  সে জন্যই এই ছুটি দেওয়া হয়েছে বলে মনে করছে প্রশাসনের একাংশ। কোনও কর্মী পঞ্চায়েত এলাকার বাইরে কাজ করলে তিনিও ছুটির আওতায় আসবেন৷ 

প্রসঙ্গত, ৮ জুলাই, শনিবার হওয়ায় ওই দিন এমনিতেই অনেক সরকারি অফিস বন্ধ থাকে। তবে সরকারি স্কুলগুলিতে অর্ধদিবস ক্লাস হয়। আবার কিছু সরকারি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রয়োজনে শনিবারও কাজ চলে৷