কৃষকদের নিয়ে চিন্তা সরকারের, তাপ থেকে বাঁচতে আট দফা পরামর্শ

কৃষকদের নিয়ে চিন্তা সরকারের, তাপ থেকে বাঁচতে আট দফা পরামর্শ

কলকাতা: চলতি তাপপ্রবাহ এবং আবহাওয়াজনিত পরিস্থিতিতে কৃষকদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্য সরকার সকাল দশটার পরে তাদের মাঠে না থাকার পরামর্শ দিয়েছে। আজ কৃষি দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় খুব প্রয়োজনে রোদের হাত থেকে বাঁচতে তাদের বড় টুপি এবং সাদা জামা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ১২ দিনের লড়াই শেষ, মৃত্যু হল ময়নাগুড়ির নির্যাতিতা

চলতি আবহাওয়াজনিত পরিস্থিতিতে দফতর থেকে জারি করা আট দফার পরামর্শে মাঠে থাকা ৭৫ শতাংশ বোরো ধান কেটে তা খামারজাত করার কথা বলা হয়েছে। আম, লিচু ইত্যাদি ফলের ঝরে পরা বন্ধ করতে ফলের উপরে সাদা জল স্প্রে করা, সবজি বীজ ভালোভাবে  ভিজিয়ে চাষ করা এবং সম্ভব হলে অনুসেচের সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে। এদিকে চলতি মাস পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে তিনগুণ বেশি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নব্বই শতাংশ কম বৃষ্টি হওয়ায় কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ সব জেলার কৃষি আধিকারিক, দফতরের সচিব এবং কৃষি অধিকর্তার সঙ্গে বৈঠক করেন।

চলতি আবহাওয়া পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে রবি চাষের তেমন কোনো ক্ষতি হয়নি বলে জেলার কৃষি আধিকারিকরা বৈঠকে জানিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পরিস্থিতির ওপরে সব সময় নজর রাখার কথা বলা হয়েছে। বৈঠকে আগামী খরিফ মরসুমের প্রস্তুতি, প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় ব্যবস্থা এবং সার ও বীজ সরবরাহ নিয়েও আলোচনা হয়েছে। ইতিমধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় মহানগরী কলকাতা৷ আগামী কয়েক দিন পরিস্থিতি বদলের কোনও সম্ভাবনাও নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস৷ বৃহস্পতিবার পর্যন্ত এভাবেই নাকাল হতে হবে দক্ষিণবঙ্গের মানুষকে৷ রাজ্যের একাধিক জেলায় ২৫ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলবে তাপপ্রবাহ পরিস্থিতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 20 =