১ কোটিরও বেশি মহিলা এসেছেন আওতায়, ‘লক্ষ্মী ভাণ্ডার’ নিয়ে মিলল একাধিক তথ্য

১ কোটিরও বেশি মহিলা এসেছেন আওতায়, ‘লক্ষ্মী ভাণ্ডার’ নিয়ে মিলল একাধিক তথ্য

কলকাতা: রাজ্য বিধানসভার প্রশ্নোত্তর পর্বে সোমবার ‘লক্ষ্মী ভাণ্ডার’ প্রকল্প সম্পর্কে বড় তথ্য পাওয়া গেল। জানা গিয়েছে, গত এক বছরে ১ কোটি ৮০ লক্ষ ০০৪ হাজার ৬৪৯ জন মহিলা রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় এসেছেন। এদিন বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিধায়ক জুন মালিয়ার এক প্রশ্নের জবাবে রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এই তথ্য দিয়েছেন।

আরও পড়ুন- পার্থ-কল্যাণময়ের পর নিজাম প্যালেসের ‘অতিথি’ এসপি সিনহা, তিন অভিযুক্তকে মুখোমুখি জেরা?

রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, এই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের মাধ্যমে ২৩ লক্ষের বেশি তফসিলি জাতি উপজাতি ভুক্ত মানুষ অর্থ সহায়তা পেয়েছেন। এর মধ্যে তফসিলি জাতি ভুক্ত মানুষের সংখ্যা ১৯ লক্ষ ৩৪ হাজার ৪৯৮ জন এবং তফসিলি উপজাতি ভুক্ত মানুষের সংখ্যা ৩ লক্ষ ৪৬ হাজার ৮২৬ জন। এছাড়া আরও জানা গিয়েছে, এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে ১০ হাজার ৫৭০ কোটি ৮৪ লক্ষ টাকার বেশি অর্থ সুবিধা প্রাপকদের মধ্যে বণ্টন করা হয়েছে। রাজ্যের তরফে এও দাবি করা হয়েছে, এই প্রকল্পে মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাচ্ছেন যা তাদের আত্মনির্ভর করে তুলছে এবং আত্মবিশ্বাসী বানাচ্ছে। তাঁরা নিজেদের মতো করে বিভিন্ন খাতে এই টাকা খরচ করতে পারছেন এবং পরিবারের অর্থনৈতিক সহায়তা বৃদ্ধি হচ্ছে।

এই প্রেক্ষিতেই রাজ্যের মন্ত্রী বিরোধীদের কটাক্ষ করে বলেন, অনেকে এই প্রকল্পকে খয়রাতির প্রকল্প বলে কটাক্ষ করেছেন। কিন্তু এই প্রকল্পের টাকা মহিলারা ছেলে মেয়েদের পড়াশোনা, পারিবারিক ব্যবসা, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বিনিয়োগ থেকে যে কারোর চিকিৎসার কাজে ব্যবহার করছেন, যা তাঁদের পরিবারের আর্থ সামাজিক অবস্থার উন্নতি ঘটাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *