বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য, দাখিল হল এসএলপি

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য, দাখিল হল এসএলপি

state govt

কলকাতা: দুই বিচারপতির বেনজির সংঘাতে উত্তপ্ত কলকাতা হাই কোর্টে৷ মামলা গড়াল শীর্ষ আদালতে৷ মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত সমস্ত বিচারপ্রক্রিয়া আপাতত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট৷ একই সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে শনিবার মামলা (এসএলপি) করার অনুমতি চান রাজ্যের আইনজীবী। সেই অনুমতি মিলেছে। অনলাইনেই মামলা দায়ের করতে পারবে রাজ্য। সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হবে। তার আগে পর্যন্ত কলকাতা হাই কোর্টে মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত বিচারপ্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ 

সুপ্রিম কোর্টে  রাজ্যের হয়ে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। তিনিই রাজ্যের তরফে এসএলপি দাখিল করেছেন। উল্লেখ্য, কলকাতা হাই কোর্টে এই বেনজির সংঘাত নিয়ে শুক্রবার স্বতঃপ্রণোদিত মামলা করে শীর্ষ আদালত। শনিবার ছুটির দিনেই পাঁচ জন বিচারপতিকে নিয়ে গঠিত বিশেষ বেঞ্চে জরুরি ভিত্তিতে শুরু হয় শুনানি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =