কলকাতা: আগামী ১১ আগস্ট রাখি পূর্ণিমা। ওই দিন রাজ্য সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে এই বিষয়ে। জানান হয়েছে, রাখির দিন সমস্ত সরকারি এবং সাহায্যপ্রাপ্ত সব দফতরে ছুটি থাকবে। এতদিন সরকারি কর্মীদের অনেক উপলক্ষ্যে ছুটি থাকলেও রাখিতে ছিল না। এবার এটাও তাঁদের ছুটির তালিকায় যুক্ত হল। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর রাখির দিন সরকারি ছুটি ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার।
এদিন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাখি পূর্ণিমা উপলক্ষ্যে রাজ্য সরকারি অফিস, পুরসভা, রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা এবং স্কুল বন্ধ থাকবে। এ বছর আবার রাখির দিন নিয়ে সংশয় দেখা গিয়েছে। অনেকের মতে রাখি ১১ তারিখ, আবার কেউ কেউ বলছেন রাখি ১২ তারিখ। আসলে চলতি বছর যে সময়ে পূর্ণিমা শুরু হচ্ছে তা নিয়েই একটু ধন্দ দেখা গিয়েছিল। পূর্ণিমা শুরু এবং শেষ হওয়ার সময় নিয়েই ধন্দ। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী সূর্যাস্তের পর রাখি বাঁধা নিষিদ্ধ। তাই অনেকেই ভাবছেন ১২ আগস্ট রাখি বাঁধা শুভ হবে।